AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary TET 2022: বায়োমেট্রিক, মেটাল ডিটেক্টর, কড়া প্রহরায় হবে টেট পরীক্ষা, কী আছে গাইডলাইনে?

Primary TET 2022: ১৮ পাতার গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তাতে একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে। প্রশ্নপত্র নিয়েও বিশেষ সতর্ক পর্ষদ।

Primary TET 2022: বায়োমেট্রিক, মেটাল ডিটেক্টর, কড়া প্রহরায় হবে টেট পরীক্ষা, কী আছে গাইডলাইনে?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Dec 03, 2022 | 10:02 AM
Share

কলকাতা : আর মাত্র কয়েকদিন পরই দীর্ঘ অপেক্ষার টেট পরীক্ষা। পাঁচ বছর পর প্রাথমিক টেটে (Primary TET 2022) বসতে চলেছেন পরীক্ষার্থীরা। একদিকে যখন নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে, তারই মধ্যে এই টেট পরীক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ, তাই নজর রয়েছে সব মহলের। এরই মধ্যে সম্প্রতি ডিএলএডের প্রশ্নপত্র নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাই টেট পরীক্ষার ব্যবস্থাপনায় কোনও খামতি রাখতে চাইছে না পর্ষদ। কীভাব পরীক্ষা নেওয়া হবে, কতটা সাবধানতা অবলম্বন করা হবে, সে বিষয়ে পর্ষদের তরফে ১৮ পাতার একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

মূলত কী কী বলা আছে সেই গাইডলাইনে?

১. পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে পরীক্ষার্থীদের জন্য থাকবে বায়োমেট্রিক মেশিন, থাকবে সিসিটিভিও।

২. মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে পরীক্ষার্থীদের।

৩. ১১ টার আগে কোনওভাবেই সেন্টার ইনচার্জের হাতে যাবে না প্রশ্নপত্র, রাখা থাকবে থানায়।

৪. ১২ টা থেকে শুরু হবে পরীক্ষা। ১১ টা ৪৫- এর আগে খোলা যাবে না প্রশ্নপত্রের সিল।

৫. ১১ টার পরে হলে ঢুকতে পারবেন না কোনও পরীক্ষার্থী।

৬. ওএমআর শিটের সবুজ প্রতিলিপি নিয়ে বাড়ি ফিরতে পারবেন পরীক্ষার্থীরা।

৭. ডিএলএডের প্রশ্ন বিতর্কের পর সেন্টার ইনচার্জদের বাড়তি সতর্ক করেছে পর্ষদ।

৮. প্রশ্নফাঁস রুখতে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে পর্ষদ।

টেট নিয়ে বিতর্ক কম হয়নি। অযোগ্য প্রার্থীদের নিয়োগের অভিযোগ উঠেছে পর্ষদের বিরুদ্ধে। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এই আবহে টেট পরীক্ষা নিয়ে যাতে নতুন করে কোনও প্রশ্ন না ওঠে, সেদিকে নজর রাখা হচ্ছে। আগামী ১১ ডিসেম্বর হবে টেট পরীক্ষা। দুপুর ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত চলবে পরীক্ষা।

সম্প্রতি ডিএলএড পরীক্ষায় পরপর দুদিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আঙুল ওঠে পর্ষদের দিকেই। তবে পর্ষদ সভাপতি গৌতম পাল দাবি করেন, এটা ফাঁস নয়, আসলে কেউ তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। পর্ষদকে কালিমালিপ্ত করার জন্যই এমন কাজ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।