Job Seekers Protest: গান্ধী মূর্তির পাদদেশে অসুস্থ ২ চাকরিপ্রার্থী, অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় পুলিশের সঙ্গে বচসা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 13, 2022 | 5:06 PM

Protest in Kolkata: পুলিশের দাবি, ৩০ জন অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন। হাইকোর্টের সেই নির্দেশ উপেক্ষা করে আন্দোলনকারীরা জমায়েত করছে প্রতিদিন। পুলিশের বক্তব্য, ৩০ জনের বেশি অতিরিক্ত কাউকে বসতে দেওয়া হবে না। এই নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দুই পক্ষের মধ্যে।

Follow Us

কলকাতা : গান্ধী মূর্তির পাদদেশে অসুস্থ দুই চাকরিপ্রার্থী। গান্ধী মূর্তির পাদদেশে ১১৪ দিন ধরে টানা ধর্না অবস্থান চালানোর পর ১১৫ তম দিন থেকে অনশনের সিন্ধান্ত নেয় আন্দোলকারীরা (Job Seekers Protest)। তারপর থেকেই আন্দোলনকারীদের অনেকে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। রবিবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে আরও দুইজন এসএলএসটি চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অসুস্থ হয়ে পড়া ওই দুই আন্দেলনকারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঝামেলা শুরু হয়। রীতিমত হাতাহাতি ও ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। কিন্তু কেন এই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়? পুলিশের দাবি, ৩০ জন অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন। হাইকোর্টের সেই নির্দেশ উপেক্ষা করে আন্দোলনকারীরা জমায়েত করছে প্রতিদিন। পুলিশের বক্তব্য, ৩০ জনের বেশি অতিরিক্ত কাউকে বসতে দেওয়া হবে না। এই নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দুই পক্ষের মধ্যে।

উল্লেখ্য, দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ কর্মসূচি চলছিল আন্দোলনরত চাকরিপ্রার্থীদের। বিগত কয়েকদিনে একাধিক চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর এসেছিল। তাঁদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারপরেও নিজেদের আন্দোলনের ঝাঁঝ কমানোর কোনও ইঙ্গিত নেই। বরং, পুলিশের সঙ্গে রবিবার যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, তাতে এটা স্পষ্ট যে নিজেদের প্রতিবাদের পথ থেকে এখনই পিছু হটছেন না আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

এসএলএসটি চাকরিপ্রার্থীরা নিজেদের দাবি দাওয়া আদায়ের জন্য এর আগে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির কাছেও বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছিল। সেই সময়েও এক চরম উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছিল কালীঘাট চত্বরে। হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দিকে মিছিল শুরু করেছিলেন তাঁরা। এরপর এসএসসির দফতরের সামনেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের। সেদিনও পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। রবিবার ফের একবার সেই একই ছবি ধরা পড়ল কলকাতায়।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

কলকাতা : গান্ধী মূর্তির পাদদেশে অসুস্থ দুই চাকরিপ্রার্থী। গান্ধী মূর্তির পাদদেশে ১১৪ দিন ধরে টানা ধর্না অবস্থান চালানোর পর ১১৫ তম দিন থেকে অনশনের সিন্ধান্ত নেয় আন্দোলকারীরা (Job Seekers Protest)। তারপর থেকেই আন্দোলনকারীদের অনেকে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। রবিবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে আরও দুইজন এসএলএসটি চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অসুস্থ হয়ে পড়া ওই দুই আন্দেলনকারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঝামেলা শুরু হয়। রীতিমত হাতাহাতি ও ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। কিন্তু কেন এই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়? পুলিশের দাবি, ৩০ জন অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন। হাইকোর্টের সেই নির্দেশ উপেক্ষা করে আন্দোলনকারীরা জমায়েত করছে প্রতিদিন। পুলিশের বক্তব্য, ৩০ জনের বেশি অতিরিক্ত কাউকে বসতে দেওয়া হবে না। এই নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দুই পক্ষের মধ্যে।

উল্লেখ্য, দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ কর্মসূচি চলছিল আন্দোলনরত চাকরিপ্রার্থীদের। বিগত কয়েকদিনে একাধিক চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর এসেছিল। তাঁদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারপরেও নিজেদের আন্দোলনের ঝাঁঝ কমানোর কোনও ইঙ্গিত নেই। বরং, পুলিশের সঙ্গে রবিবার যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, তাতে এটা স্পষ্ট যে নিজেদের প্রতিবাদের পথ থেকে এখনই পিছু হটছেন না আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

এসএলএসটি চাকরিপ্রার্থীরা নিজেদের দাবি দাওয়া আদায়ের জন্য এর আগে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির কাছেও বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছিল। সেই সময়েও এক চরম উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছিল কালীঘাট চত্বরে। হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দিকে মিছিল শুরু করেছিলেন তাঁরা। এরপর এসএসসির দফতরের সামনেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের। সেদিনও পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। রবিবার ফের একবার সেই একই ছবি ধরা পড়ল কলকাতায়।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article