Vande Bharat Express: আরও এক জোড়া বন্দে ভারত প্রাপ্তি বাংলার, পুজোর আগে বড় উপহার নমোর

Indian Railways: আরও এক জোড়া সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে হাওড়া থেকে। একটি হাওড়া-পটনা রুটে এবং অপরটি হাওড়া-রাঁচি রুটে। আগামী ২৪ সেপ্টেম্বর (রবিবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই বন্দে ভারত এক্সপ্রেসগুলির উদ্বোধন করবেন।

Vande Bharat Express: আরও এক জোড়া বন্দে ভারত প্রাপ্তি বাংলার, পুজোর আগে বড় উপহার নমোর
আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 8:22 PM

কলকাতা: পুজোর আগে বাংলার জন্য জোড়া উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আরও এক জোড়া সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে হাওড়া থেকে। একটি হাওড়া-পটনা রুটে এবং অপরটি হাওড়া-রাঁচি রুটে। আগামী ২৪ সেপ্টেম্বর (রবিবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই বন্দে ভারত এক্সপ্রেসগুলির উদ্বোধন করবেন। আগামী রবিবার মোট ন’টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হচ্ছে। তার মধ্যে রয়েছে হাওড়া থেকে পটনা ও রাঁচিগামী দু’টি বন্দে ভারতও। সামনেই উৎসবের মরশুম। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও প্রচুর বাঙালি থাকেন। তার আগে এই এক জোড়া নতুন বন্দে ভারত বাংলাকে উপহার দিল ভারতীয় রেল।

প্রসঙ্গত, ইতিমধ্যেই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস হিসেবে রাজ্যের প্রথম প্রাপ্তি হয়েছিল হাওড়া – নিউ জলপাইগুড়ি রুটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছিলেন হাওড়া থেকে। পরে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ও হাওড়া থেকে পুরী রুটে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। আর এবার পুজোর আগে আরও দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা।

বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সেমি হাইস্পিড ট্রেনগুলি। যেমন যাত্রী স্বাচ্ছন্দ্য, তেমনই দুরন্ত গতি। পুজোর আগে রেলের তরফে সম্প্রতি টিকিট বুকিংয়ের যে ট্রেন্ড প্রকাশ করা হয়েছিল, তাতেও বন্দে ভারত ছিল তালিকার উপরের দিকেই। পছন্দের ডেস্টিনেশনে পৌঁছে যেতে যাত্রীরা বন্দে ভারতকেই বেছে নিচ্ছেন। অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটা কম সময়ে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্য পৌঁছে দিতে পারে এই সেমি হাইস্পিড ট্রেনগুলি।

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বন্দে ভারতের নতুন রেকগুলিকে আরও ঢেলে সাজানো হচ্ছে। কামরার ভিতরের সৌখিনতার উপর আরও নজর দেওয়া হয়েছে। আরও নরম করা হয়েছে সিটের কুশন। এমন একগুচ্ছ নতুন ফিচার নিয়ে পুজোর আগে আসছে নতুন দুই বন্দে ভারত এক্সপ্রেস।