Highest Taxpayers List: বাংলার সর্বোচ্চ করদাতার তালিকায় নাম অরিজিৎ-সৌরভ-কল্যাণের
Income Tax: ব্যক্তিগত ক্ষেত্রে সর্বোচ্চ আয়করদাতাদের তালিকায় রয়েছে অরিজিৎ সিংয়ের নাম। সর্বোচ্চ ব্যক্তিগত করদাতাহলেন নন্দীনী মোদী। তিনি প্রায় ৭০ কোটি টাকা আয়কর দিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিড়লা গ্রুপের প্রধান কুমারমঙ্গলম। তিনি ৫৯ কোটি টাকা আয়কর দিয়েছেন গত অর্থবর্ষে।
কলকাতা: শুধু অসাধারণ গায়ক হিসাবেই নয়, মাটির মানুষ হিসাবেও সকলের কাছে পরিচিত অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর আচার-আচরণে মুগ্ধ সকলেই। এবার অরিজিৎ তাক লাগালেন আরও এক আঙিনায়। রাজ্যের সর্বোচ্চ করদাতাদের (highest Taxpayers) তালিকায় রয়েছে তাঁর নাম। গত অর্থবর্ষে রাজ্যের যে বাসিন্দারা মোটা অঙ্কের আয়কর মিটিয়েছেন, তাদের মধ্যে সেরা ১০-এর তালিকাতেই রয়েছে গায়ক অরিজিৎ সিংয়ের নাম। তালিকায় পিছনের সারিতে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও।
আয়কর দফতরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতা থেকে মোট ৫৬ হাজার ৪২৪ কোটি টাকা আয়কর বাবদ আয় হয়েছে। এর মধ্যে কর্পোরেট ট্যাক্সের অঙ্কই বেশি, প্রায় ২৯ হাজার ৯৩০ কোটি টাকা আয়কর জমা পড়েছে। সর্বোচ্চ আয়করদাতা সংস্থা আইটিসি লিমিটেড। মোট ৫৮৫৫ কোটি টাকার কর দিয়েছে তারা গত অর্থবর্ষে।
উল্লেখ্য, কলকাতা জোনের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান-নিকোবর অন্তর্গত।
ব্যক্তিগত ক্ষেত্রে সর্বোচ্চ আয়করদাতাদের তালিকায় রয়েছে অরিজিৎ সিংয়ের নাম। সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হলেন নন্দীনী মোদী। তিনি প্রায় ৭০ কোটি টাকা আয়কর দিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিড়লা গ্রুপের প্রধান কুমারমঙ্গলম। তিনি ৫৯ কোটি টাকা আয়কর দিয়েছেন গত অর্থবর্ষে। তৃতীয় স্থানে রয়েছেন বরুণ রাঠি নামক এক শিল্পপতি। তিনি ৪৮ কোটি টাকা আয়কর দিয়েছিলেন। চতুর্থ স্থানে রয়েছেন অরিজিৎ সিং। তিনি আয়কর দিয়েছেন ১৮ কোটি টাকা, যা ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় তিনগুণেরও বেশি।
ব্যক্তিগত আয়করদাতাদের তালিকায় রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। তিনি প্রায় সাড়ে ১১ কোটি টাকা আয়কর দিয়েছেন। তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি প্রায় ২.১ কোটি টাকা আয়কর দিয়েছেন ২০২২-২৩ অর্থবর্ষে। এছাড়া বেশ কিছু ফ্যাশন ডিজাইনার ও চিত্রশিল্পীও রয়েছেন আয়করদাতাদের তালিকায়। তবে নাম নেই কোনও অভিনেতার। এক জ্যোতিষীও আয়কর দিয়েছেন সাড়ে ৭ কোটি টাকার, তবে তিনি স্বেচ্ছায় দেননি। আয়কর হানার পর দিতে বাধ্য হয়েছেন।