কলকাতা: লোকসভা ভোটের আগে মৃত ভোটার খুঁজে বের করাই প্রধান চ্য়ালেঞ্জ নির্বাচন কমিশনের। কতজন ভোটার বাদ যাচ্ছেন, এবার কমিশনের নজরে সেটাই। চূড়ান্ত ভোটার তালিকায় কোনও মৃত ভোটারের নাম থাকলে রোষের মুখে পড়তে পারেন জেলাশাসকরা। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশী ভোটার যাতে কার্ড না পায় সেদিকেও নজর দেবে কমিশন। আগামী বছর লোকসভা ভোট। তার আগে জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রবিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ভোটার তালিকা-সহ একাধিক বিষয় সেই বৈঠকে আলোচ্য হবে বলেই সূত্রের খবর।
মৃত ভোটার নিয়ে বিরোধীরা সবসময়ই সরব হয়েছে। তাদের দাবি, একাধিক ভোটে এই মৃত ভোটারদের নাম তালিকায় রেখেই চলে কারচুপি। ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দিতে হবে বলে দাবিও উঠেছে ভোটের আগে। ২০২৪-এর লোকসভা ভোটের আগে সেটাতেই জোর দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।
রবিবার রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। সোমবার তিনি বৈঠক করবেন জেলাশাসকদের সঙ্গে। বৈঠক করবেন এখানকার কমিশন আধিকারিকদের সঙ্গেও। মূলত, মৃত ভোটারের নাম যাতে তালিকায় না থাকে নজর থাকবে সেদিকে। ৫ জানুয়ারি যে ভোটার তালিকা বের হয়, সেখানে যদি কোনওরকম ত্রুটি থাকে তাহলে জেলাশাসকদের জবাবদিহি করতে হতে পারে বলেও সূত্রের খবর।