AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Station Bomb Scare: একুশের সভায় যোগ দিতে জনতার ঢল শিয়ালদহে, ওই ব্যাগের ভিতরে কী? ছড়াল বোমাতঙ্ক

TMC Shahid Diwas: শুধু কলকাতাই নয়, বিভিন্ন জেলা থেকেও মানুষ আসছেন একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে। সকাল থেকেই ভিড়ে থিকথিক করছে শিয়ালদহ স্টেশন। এরইমাঝে বোমাতঙ্ক। 

Sealdah Station Bomb Scare: একুশের সভায় যোগ দিতে জনতার ঢল শিয়ালদহে, ওই ব্যাগের ভিতরে কী? ছড়াল বোমাতঙ্ক
এই ব্যাগকে ঘিরেই ছড়ায় চাঞ্চল্য। পাশে, স্টেশনে চলছে তল্লাশি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jul 21, 2024 | 10:46 AM
Share

কলকাতা: ২১ জুলাইয়ের সভার আগেই বোমাতঙ্ক (Bomb Scare)। শিয়ালদহ স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে জড়াল উত্তেজনা। রবিবার সকালেই শিয়ালদহ স্টেশন (Sealdah Station) থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ছড়ায় বোমাতঙ্ক। ইতিমধ্যেই পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করেছে বম্ব স্কোয়াড (Bomb Squad)। গোটা ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

২১ জুলাই আজ। তৃণমূল কংগ্রেসের আয়োজিত শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কাতারে কাতারে মানুষ আসছেন। শুধু কলকাতাই নয়, বিভিন্ন জেলা থেকেও মানুষ আসছেন একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে। সকাল থেকেই ভিড়ে থিকথিক করছে শিয়ালদহ স্টেশন। এরইমাঝে বোমাতঙ্ক। পরিত্যক্ত ব্যাগ ঘিরে ছড়ায় বোমাতঙ্ক।

জানা গিয়েছে, এ দিন সকালে শিয়ালদহ মেইন লাইনের সামনেই একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ পড়ে থাকা সত্ত্বেও কোনও দাবিদার পাওয়া যায়নি। এরপরই জল্পনা শুরু হয়। পরিত্যক্ত ব্য়াগ ঘিরে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। তড়িঘড়ি ডাকা হয় বম্ব স্কোয়াডকে। শেষ খবর অনুযায়ী, বম্ব স্কোয়াড এসে ব্যাগটি উদ্ধার করেছে। পরীক্ষা করা হচ্ছে ব্যাগটি। তবে এখনও পর্যন্ত রহস্যজনক কিছু পাওয়া যায়নি।