AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPS News: চাকরি নিয়ে বঞ্চনার শিকার ৩ IPS, আদলতে মামলা

Kolkata: এরপরই ক্ষুব্ধ হন এই তিন আইপিএস। দ্রুত ক্যাটের দ্বারস্থ হন রাজেশ কুমার। তিনি সেখানে অভিযোগ করেন, ২০২৪-এর জুলাই মাসেই যদি কাউন্সিল বৈঠক করত, তাহলে তাঁদের চাকরির মেয়াদ ছ'মাসেরও বেশি থাকত। আর এর ফলে তাঁরা স্থায়ীভাবে ডিজি পদে নিযুক্ত হতে পারতেন। অন্যায় ভাবে তাঁদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ।

IPS News: চাকরি নিয়ে বঞ্চনার শিকার ৩ IPS, আদলতে মামলা
CATImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 29, 2025 | 7:59 PM
Share

কলকাতা: ইউপিএসসি (UPSC) কাউন্সিলের বিরুদ্ধে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (CAT) মামলা করলেন আইপিএস রাজেশ কুমারের। মামলায় যুক্ত করা হয়েছে আরও দুই আইপিএস-কে। তাঁদের মধ্যে রয়েছেন রাজীব কুমার ও রণবীর কুমারকেও।

জানা গিয়েছে, প্রাক্তন ডিজি মনোজ ম্যালব্যর অবসরের পর রাজ্য সরকার স্থায়ী ডিজি নিযুক্ত করতে চেয়ে কাউন্সিলের কাছে নাম পাঠিয়েছিল। জানা যায়, ২০২৪ সালের জুলাই মাস নাগাদ দশজন আইপিএস-এর নাম পাঠানো হয় ইউপিএসসি কাউন্সিলের কাছে। তবে সঠিক সময়ে ইউপিএসসি কাউন্সিল বৈঠক করেনি বলে অভিযোগ। সেই বৈঠক তাঁরা করেন গত অক্টোবর মাসে। কিন্তু এরপর নাকি বলা হয় রাজেশ কুমার, রাজীব কুমার, রণবীর কুমারের চাকরির মেয়াদ আর ছয় মাসও বাকি নেই। তাই তাঁদের স্থায়ীভাবে ডিজি নিয়োগে অনুমোদন দেয়নি কাউন্সিল।

এরপরই ক্ষুব্ধ হন এই তিন আইপিএস। দ্রুত ক্যাটের দ্বারস্থ হন রাজেশ কুমার। তিনি সেখানে অভিযোগ করেন, ২০২৪-এর জুলাই মাসেই যদি কাউন্সিল বৈঠক করত, তাহলে তাঁদের চাকরির মেয়াদ ছ’মাসেরও বেশি থাকত। আর এর ফলে তাঁরা স্থায়ীভাবে ডিজি পদে নিযুক্ত হতে পারতেন। অন্যায় ভাবে তাঁদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ।