হাওড়া: হাওড়া স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। সেই ব্য়স্ততম স্টেশন থেকেই উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা ও টাকা। আরপিএফের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি স্টেশনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, অপরাধ যাতে আটকানো যায়, সে ব্যাপারেও সতর্ক রয়েছে তারা। অপারেশন সতর্ক-এর অধীনে যে অভিযান চালানো হয় হাওড়া স্টেশনে, তাতেই ধরা পড়েছে ওই সোনা ও টাকা।
আরপিএফ সূত্রে খবর, গত ২২ জুন স্টেশনে এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে ডেকে ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একের পর এক সোনার গয়না। মোট ৪০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে আরপিএফের তরফ থেকে, যার দাম আনুমানিক ২৪ লক্ষ ৪০ হাজার টাকা। তাঁর কাছে নথিপত্র চাওয়া হলে, তিনি বৈধ কোনও নথি দেখাতে পারেননি। সেই সোনা তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে।
শুধু তাই নয়, ২৪ জুন নগদ টাকাও উদ্ধার করেছে আরপিএফ। ভিড়ের মধ্যে থেকে সন্দেহজনক ব্যক্তিকে ডেকে আনতেই ব্যাগ থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। ৩০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে। তিনিও ওই টাকার কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি। সেই টাকা আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হবে। আগামিদিনেও অপরাধ ঠেকাতে এমন অভিযান জারি থাকবে বলে জানিয়েছে রেল পুলিশ।