Crime Case in Kolkata: ‘কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেল’, কথা শোনা হয়নি বলে বাড়িতে ঢুকে মারধর মহিলাকে!

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 25, 2023 | 8:23 PM

Crime Case in Kolkata: মহিলার অভিযোগ, সে দিন সকালে তাঁর বাড়িতে এসে ওই কুকুরকে মারধর করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

Crime Case in Kolkata: কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেল, কথা শোনা হয়নি বলে বাড়িতে ঢুকে মারধর মহিলাকে!
কুকুরকে মারধরের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বেহালা: রাস্তার কুকুরকে প্রায় প্রতিদিন ভালবেসে খেতে দিতেন মহিলা। তাতেই নাকি আপত্তি ছিল প্রতিবেশীদের। আর সেই বিবাদের জেরেই মহিলা ও তাঁর কিশোরী মেয়ের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে সেই প্রতিবেশীদের বিরুদ্ধে। মহিলাকে কু প্রস্তাব দেওয়া হয়েছিল বলেই অভিযোগ। বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই মহিলাকে মারধর করা হয়েছে ও কামড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অসুস্থ অবস্থায় একদিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। ইতিমধ্যেই এফআইআর করেছেন থানায়।

ওই মহিলা জানিয়েছেন, সুপ্রিয় সেনগুপ্ত নামে এলাকার বাসিন্দা এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই নানাভাবে তাঁকে হেনস্থা করা হত বলে অভিযোগ। এমনকী পথের কুকুরদের আশ্রয় দেওয়া নিয়েও আপত্তি জানানো হয়েছিল বলে অভিযোগ।

অভিযোগকারিণী জানান, তিনি প্রতিদিন সারমেয়দের খেতে দিতেন। তাঁকে বলা হত, কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলতে। এমন বিবাদ অনেক দিন ধরেই চলছিল। বচসাও হয় আগে। তবে রথের দিন সেই বিবাদ চরমে ওঠে।

মহিলার অভিযোগ, সে দিন সকালে তাঁর বাড়িতে এসে ওই কুকুরকে মারধর করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। এরপর বাড়িতে এসে তাঁকে এবং তাঁর নাবালিকা মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী কর্মসূত্রে বাড়িতে থাকেন না। মহিলাকে কামড়ে তাঁর হাতের মাংস তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

ঘটনার দিনই বেহালা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই মহিলা। থানাতেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। পুলিশ তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করে। একদিন ভর্তি থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ওই মহিলা জানিয়েছেন, তাঁর ১৫ বছরের মেয়ের গলা টিপে রক্ত বের করে দেওয়া হয়েছে। দুই মেয়েকে নিয়ে একাই থাকেন তিনি। এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি। এফআইআর দায়ের হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি বলেও জানিয়েছেন ওই মহিলা।

Next Article