AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bidhannagar Road Station: আর বিধাননগরে দাঁড়াবে না ৮টি ট্রেন

Bidhannagar Station: যাত্রীদের সুরক্ষা, পাশাপাশি স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল রেল। এখন থেকে বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন আর দাঁড়াবে না। এর জন্য অবশ্যই দিনে দিনে আরও ব্যস্ত হয়ে ওঠা ‘উল্টোডাঙা’ স্টেশনের ছবিটাকেই সামনে রাখা হয়েছে।

Bidhannagar Road Station: আর বিধাননগরে দাঁড়াবে না ৮টি ট্রেন
কী বলছে পূর্ব রেল? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 25, 2025 | 9:51 PM
Share

বিধাননগর: শোনা যায় নিত্যযাত্রীদের অনেকেই উঠতেন। অফিস ফিরতি টাইমে সুবিধাও হত বেশ। অন্যদিকে সুবিধা হত দূরপাল্লার যাত্রীদেরও। কিন্তু যাত্রীদের সুরক্ষা, পাশাপাশি স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল রেল। এখন থেকে বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন আর দাঁড়াবে না। এর জন্য অবশ্যই দিনে দিনে আরও ব্যস্ত হয়ে ওঠা ‘উল্টোডাঙা’ স্টেশনের ছবিটাকেই সামনে রাখা হয়েছে। রেলের সাফ কথা, এমনিতেই সারাদিন লাখ লাখ মানুষের পা পড়ে এই স্টেশনে। সেখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ালে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় হয়। যাত্রীদেরও চলাচলে সমস্যা হয়। 

এই পরিস্থিতি মোকাবিলায় স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রী সুরক্ষা ও ট্রেন চলাচলের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ জোড়া মেল আর দাঁড়াবে না এই স্টেশনে। ওই সব ট্রেনে যাঁরা দূরপাল্লার ভ্রমণ করেন তাঁদের এখন থেকে শিয়ালদহ বা পরবর্তী স্টপেজ থেকেই ট্রেনে উঠতে হবে। 

তালিকায় কোন কোন ট্রেন?

13153 শিয়ালদহ – মালদহ টাউন গৌর এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)

13154 মালদহ টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)

13147 শিয়ালদহ – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)

13148 বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না) 

13149 শিয়ালদহ – আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)

13150 আলিপুরদুয়ার – শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)

13185 শিয়ালদহ – জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না) 

13186 জয়নগর – শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)

এদিকে রেল সূত্রে খবর, প্রতিদিন ২১৬ জোড়া লোকাল ট্রেন বিধাননগর স্টেশনে চলাচল করে। সাধারণ দিনে শুধুমাত্র বিধাননগর স্টেশনে প্রায় ১.৭ লাখ যাত্রী যাতায়াত করেন। যার মধ্যে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়েই যাতায়াত করেন প্রায় ১ লাখের বেশি মানুষ।