টাকা নিয়ে বচসা, ছেলের বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ফুলবাগানের মহিলার

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 07, 2021 | 1:25 PM

Foolbagan: পুলিশ সূত্রে খবর, শুক্রবার ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

টাকা নিয়ে বচসা, ছেলের বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ফুলবাগানের মহিলার
প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: ছেলের বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন পঞ্চাশোর্ধ্ব এক মহিলা। খাস কলকাতায় শনিবার এমনই অভিযোগ উঠেছে। ফুলবাগানের ঘটনা। পুলিশ সূত্রে খবর, পাওনা টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে ছেলের কিছুদিন যাবৎ সমস্যা চলছিল। তার জেরেই এই ঘটনা বলে অভিযোগ। এই ঘটনায় সুরজিৎ দাস ওরফে বুড়ো নামে একজনকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ। এদিন শিয়ালদহ আদালতে তোলা হবে তাঁকে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তিনি সেখানে ছেলের বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান। জানা গিয়েছে, পাওনা টাকা নিয়ে ওই মহিলা ও তাঁর ছেলের সঙ্গে ছেলের বন্ধুদের গত কয়েকদিন ধরে চাপানউতর চলছিল। এর মধ্যে ৫ অগস্ট রাতে পাওনা টাকার জন্য অভিযোগকারীর বাড়িতে যান অভিযুক্তরা।

ওই মহিলার অভিযোগ, সেই সময় বাড়িতে ছেলে ছিল না। তার অনুপস্থিতিতেই ছেলের বন্ধুরা তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। বচসার পরিস্থিতি হয়। সে সময়ই তাঁর সঙ্গে ছেলের বন্ধুরা অশালীন ব্যবহার করে বলে অভিযোগ। ইতিমধ্যেই লিখিত ভাবে সেই অভিযোগ ফুলবাগান থানার পুলিশকে জানিয়েছেন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। টাকা পয়সা সংক্রান্ত বিষয়েই এই ঝামেলা নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: নারকেল নিয়ে কাড়াকাড়ি! অতীনের হাত থেকে নারকেল কেড়ে নিয়ে ফাটিয়ে দিলেন শান্তনু!

Next Article