AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Corporation: ৮ পুরসভায় ৬০০ ভুয়ো নিয়োগ! আমলার নামে চার্জশিট দিল সিবিআই

Municipal Corporation Scam: আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপর ডাকা হয় সিজিও কমপ্লেক্সে। সোমবার একাধিক নথি নিয়ে সেখানে হাজিরা দেন তিনি।  ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন এই আমলা।

Municipal Corporation: ৮ পুরসভায় ৬০০ ভুয়ো নিয়োগ! আমলার নামে চার্জশিট দিল সিবিআই
জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 02, 2026 | 6:46 PM
Share

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই পুর-দুর্নীতি মামলায় কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ও একটি সংস্থার নামে চার্জশিট। ৮ পুরসভায় ৬০০ ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে। জোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামে অনুমোদনের জন্য রাজ্যের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এই মামলায় চার্জ গঠন করে শুনানি শুরুর জন্য আবেদন করা হয়েছে। নেই কোনও মন্ত্রী বা প্রভাবশালীর নাম। দক্ষিণ দমদম, কামারহাটি, বরাহনগর, উত্তর দমদম, রানাঘাট-সহ আটটি পুরসভার নাম চার্জশিটে।

আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপর ডাকা হয় সিজিও কমপ্লেক্সে। সোমবার একাধিক নথি নিয়ে সেখানে হাজিরা দেন তিনি।  ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন এই আমলা।

জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবি-এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন। এই ডিএলবি পুরনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নিয়োগের ক্ষেত্রে কারা বরাত পাবেন, সেদিকটাও ডিএলবিই দেখে। জ্যোতিষ্মানের বাড়ি থেকে এমন কিছু নথি তদন্তকারীরা পান, যা এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই ইডি সূত্রে খবর।

চূড়ান্ত চার্জশিটে এই আমলার নামে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছেন তদন্তকারীরা। এই বছরই বিধানসভা নির্বাচন। বিগত কয়েক মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক মামলায় তদন্তের গতি বাড়িয়েছে। এরই মধ্যে জ্যোতিষ্মানের বাড়িতে একাধিকবার তল্লাশিও চালান তদন্তকারীরা।