কলকাতা: বিশ্বে দীর্ঘতম সাপ হিসেবে পরিচিতি রয়েছে এই প্রজাতির। বছর কয়েক আগে মাদ্রাজ থেকে আনা হয়েছিল চারটি আ্যানাকোন্ডা। আর সংখ্যায় বাড়তে বাড়তে তারাই ২০ তে পৌঁছে গেল। আলিপুর চিড়িয়াখানায় সদ্য জন্মেছে ৯টি অ্যানাকোন্ডা। এরা সবাই ‘ইয়েলো অ্যানাকোন্ডা’ বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কোভিড পরিস্থিতিতে আপাতত বন্ধ চিড়িয়াখানা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের দেখতে পাবে সাধারণ মানুষ।
২০১৯ সালে চারটি অ্যানাকোন্ডা আনা হয়েছিল কলকাতার চিড়িয়াখানায়। আফ্রিকার এই প্রজাতির সাপ ভারতে বিরল। তাই চিড়িয়াখানার দর্শকদের কাছে এগুলি ছিল বিশেষ আকর্ষণ। চার থেকে সংখ্যায় বাড়তে বাড়তে তারা ২০তে পৌঁছে গিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে গত ১১ জুলাই জন্ম হয়েছে ৯টি অ্যানাকোন্ডার। এত বেশি সংখ্যক অ্যানাকোন্ডা আলিপুর চিড়িয়াখানা ছাড়া ভারতের আর কোথাও নেই।
চিড়িয়াখানার ডিরেক্টর আশীষ কুমার সাউ জানিয়েছেন, আপাতত ওই ৯টি সাপের ছানা কিছু খাবে না। কয়েকদিন পর ওরা খোলস ছাড়বে। তারপর ওদের সাদা ইঁদুর খাওয়ানোর চেষ্টা হবে। খাওয়া অভ্যাস হয়ে গেলে প্রত্যেক সপ্তাহে খাবার দেওয়া হবে ও ওজন নেওয়া হবে। ভবিষ্যতে আ্যানাকোন্ডার আর এক প্রজাতি গ্রিন অ্যানাকোন্ডা আনার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আরও পড়ুন: ভুয়ো টিকা-কাণ্ড শীর্ষ আদালতে, হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই তদন্তের দাবি