SSC Scam: চাকরি বৈধ না অবৈধ? হাইকোর্টের নির্দেশে ৯ জনকে ডেকে পাঠাল SSC

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 17, 2022 | 7:14 AM

SSC Scam: সোমবার সকাল সাড়ে ১০ টার মধ্যে ওই ৯ জনকে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে।

SSC Scam: চাকরি বৈধ না অবৈধ? হাইকোর্টের নির্দেশে ৯ জনকে ডেকে পাঠাল SSC
হাইকোর্টে এসএসসি মামলা

Follow Us

কলকাতা : স্কুল সার্ভিস কমিশন (SSC) বলছে তাঁদের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল, অর্থাৎ তাঁদের চাকরি বৈধ নয়। কিন্তু এসএসসি-র দেওয়া সেই তালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৯ জন। তাঁদের দাবি, ওই তালিকায় তাঁদের নাম থাকার কথা নয়। আদালতের নির্দেশে সেই ৯ জনকে এবার ডেকে পাঠানো হল কমিশনের দফতরে। আগামী সোমবার সকাল সাড়ে ১০ টার মধ্যে ওই ৯ জনকে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে। সঙ্গে প্রয়োজনীয় নথি নিয়ে আসার কথা বলা হয়েছে।

শুক্রবারই ওই ৯ জন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ওই ৯ জনের নথি খতিয়ে দেখতে হবে। ওএমআর শিট খতিয়ে দেখে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এরপরই এসএসসি-র তরফে ওই ৯ জনকে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে।

আদালতের নির্দেশ মেনে, দু দফায় সেই সব নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি, যাঁদের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছে বলে দাবি। তালিকায় থাকা মোট ১৮৪ জনের মধ্যে ৮১ জন বর্তমানে চাকরি করেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৯ জনই চ্যালেঞ্জ করেছেন। হাইকোর্টের নির্দেশ, ওই ন’জনকে নিয়ে বৈঠক করতে হবে কমিশনকে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন ন’জনের আইনজীবী, কমিশনের চেয়ারম্যান ও কমিশনের আইনজীবী। আগামী সপ্তাহে বুধবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে সোমবারই ডেকে পাঠানো হয়েছে।

এদিকে অবৈধভাবে চাকরি প্রাপ্তদের নিয়োগ পত্র বাতিল করার অনুমতি চেয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হয় এসএসসি। বিচারপতি জানান, এর জন্য আদালতে আসার প্রয়োজন নেই, নিয়োগপত্র বাতিল করার এক্তিয়ার আছে কমিশনের। উল্লেখ্য, অবৈধ সুপারিশ করা নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজনের ওএমআর শিটও প্রকাশ করা হয়েছে। অনেকের ওএমআর শিটেই দেখা গিয়েছে, একটিও প্রশ্নেরও উত্তর দেওয়া হয়নি।

Next Article