ফের কি বিষ-জল? কলকাতার ৭৩ নম্বর ওয়ার্ডে এ বার মৃত্যু এক শিশুর

sreejayee das

|

Updated on: Mar 16, 2021 | 9:30 PM

সোমবার এই ওয়ার্ডে (ward) মৃত্যু হয় আরও এক জনের। জলে দূষণ (Water pollution) থাকার অভিযোগ।

কলকাতা: গতকালের পর ফের আরও এক মৃত্যু কলকাতায়। সোমবারই ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডে পানীয় জল খেয়ে মৃত্যু হয় একজনের। মঙ্গলবার মৃত্যু হল এক পাঁচ বছরের শিশুর। ডায়েরিয়া হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল। পরিবারের দাবি, দূষিত জল খেয়েই অসুস্থ হয় পরিবারের সদস্যরা। মৃত শিশুর নাম আয়ুষী কুমারী। এলাকার অনেকেই গত কয়েক দিন ধরে পেটের সমস্যায় ভুগছে বলে জানা গিয়েছে।

পরপর মৃত্যু