Local Train Cancelled: বাতিল কৃষ্ণনগর-ডানকুনি-বনগাঁ-গেদে লোকাল, কবে থেকে জেনে নিন

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Nov 23, 2023 | 5:22 PM

Local Train Cancelled: এদিনই বিবৃতি জারি করে রেলের তরফে এ কথা জানানো হয়েছে। দমদমের কাছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ হবে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে। প্রায় ১২ ঘণ্টা থাকবে পাওয়ার ব্লক।

Local Train Cancelled: বাতিল কৃষ্ণনগর-ডানকুনি-বনগাঁ-গেদে লোকাল, কবে থেকে জেনে নিন
একনজরে দেখে নিন বাতিলের তালিকা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: শনি-রবিবার এলেই হাওড়া শাখায় লোকাল ট্রেন বাতিল যেন রোজকার রুটিনে পরিণত হয়ে গিয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে হাওড়া-বর্ধমান কর্ড, মেন শাখায় একাধিকবার লোকাল বাতিলের ছবি দেখা গিয়েছে। চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। এবার একই ছবি দেখা যেতে চলেছে শিয়ালদহতেও। আগামী ২৫ ও ২৬ নভেম্বর শনি ও রবিবার শিয়ালদহের একাধিক শাখায় বাতিল থাকছে লোকাল ট্রেন। এদিনই বিবৃতি জারি করে রেলের তরফে এ কথা জানানো হয়েছে। দমদমের কাছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ হবে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে। প্রায় ১২ ঘণ্টা থাকবে পাওয়ার ব্লক। 

শনিবার বাতিলের তালিকায় থাকছে 

শিয়ালদহ-ডানকুনি আপ 32249 লোকাল

ডানকুনি-শিয়ালদহ ডাউন 32252 লোকাল 

রবিবার বাতিলের তালিকায় থাকছে 

শিয়ালদহ – বনগাঁ: আপ 33813/ ডাউন 33814

শিয়ালদহ – হাবড়া: আপ 33651, 33653/ ডাউন 33652, 33654

শিয়ালদহ – হাসনাবাদ: আপ 33511/ ডাউন 33512

শিয়ালদহ – ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218 ,32220

শিয়ালদহ – দত্তপুকুর: আপ 33613/ ডাউন 33612, 33616

শিয়ালদহ – কল্যাণী সীমান্ত: আপ 31311, 31313/ ডাউন 31314, 31316

শিয়ালদহ – শান্তিপুর: আপ 31513/ ডাউন 31514

শিয়ালদহ –গেদে: আপ 31911/ ডাউন 31914

শিয়ালদহ –কৃষ্ণনগর: আপ 31815/ ডাউন 31816

শিয়ালদহ -ব্যারাকপুর: আপ 31213/ ডাউন 31214

শিয়ালদহ – নৈহাটি: আপ 31471/ ডাউন 31418, 31422

শিয়ালদহ -রানাঘাট: আপ 31611, 31615/ ডাউন 31612, 31614

অন্যদিকে 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও 13113 হাজারদুয়ারি এক্সপ্রেসের যাত্রাপথেও কিছু বদল থাকছে। 

Next Article