Khardah Accident ভিডিয়ো: ভয়ঙ্কর রেল দুর্ঘটনা খড়দহের বুকে হতে পারত আজ!

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jul 15, 2024 | 12:20 AM

Hazaduari Express: রেল গেট পড়ে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। এই প্রবণতা থেকেই আইন ভেঙে অনেকে রেলগেট পড়ছে, এমন মুহূর্তেও গাড়ি নিয়ে লাইন পারাপারের চেষ্টা করেন। তাতেই ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা তৈরি হয়। এদিনও তাই হয়। কিন্তু প্রশ্ন উঠছে, রেলের কড়া নজরদারি নিয়েও।

Khardah Accident ভিডিয়ো: ভয়ঙ্কর রেল দুর্ঘটনা খড়দহের বুকে হতে পারত আজ!
সাদা গাড়িটিতে ধাক্কা লাগে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রবিবার রক্ষা পেল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। রক্ষা পেল বহু প্রাণ। তবে এই ঘটনার পরই টাটা সুমোর গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রেল। এদিন সন্ধ্যায় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দহে ঢোকার মুখে ভয়াবহ ঘটনা ঘটে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “রেল গেট বন্ধ হচ্ছিল। রেল গেট বন্ধ হওয়ার সময় কিছু কিছু মানুষের প্রবণতা থাকে, আমাকে আগে যেতেই হবে যেমন করেই হোক। টাটা সুমোর চালক সেটাই করেছিলেন। গেট বন্ধ হওয়ার সময় সাইরেন বাজে, লাল সিগনাল থাকে। লাল সিগনাল টপকে যাওয়ার অধিকার কারও নেই। এই ড্রাইভার বাবু সেটা করেছেন এবং গেট বন্ধ হওয়ার মুখে ঢুকে গিয়েছেন। এদিকে উল্টো দিকের গেট বন্ধ ছিল। আর কিছুই করার ছিল না। হাজারদুয়ারি সে সময় যাচ্ছিল। আমরা টাটা সুমোর গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করেছি। ওনার গাফিলতির জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে পারত। আমরা রাজ্য পুলিশের সঙ্গেও কথা বলছি। এসব বন্ধ করতে হবে। এত সতর্ক করার পরও মানুষ এত অবহেলা করলে চলবে না।”

রেল গেট পড়ে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। এই প্রবণতা থেকেই আইন ভেঙে অনেকে রেলগেট পড়ছে, এমন মুহূর্তেও গাড়ি নিয়ে লাইন পারাপারের চেষ্টা করেন। তাতেই ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা তৈরি হয়। এদিনও তাই হয়। কিন্তু প্রশ্ন উঠছে, রেলের কড়া নজরদারি নিয়েও। রেলের তরফে গার্ড থাকালে রেড সিগনাল হয়ে যাওয়ার পর কোনও গাড়ির ঢোকা সহজ নয়। সেক্ষেত্রে এদিন গেট ম্যান ছিলেন কি না তাও খতিয়ে দেখার বিষয়। তবে গাড়িটির চালক পালিয়ে যান। গাড়িতে যাত্রী থাকলে বড় বিপদ ঘটতে পারত। শুধু টাটাসুমোরই ক্ষতি নয়, ট্রেনও লাইনচ্যুত হতে পারত। সেক্ষেত্রে খড়দহের বুকে ভয়ঙ্কর ক্ষত তৈরি করত রবিবারের এই সন্ধ্যা।

Next Article