AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Sahajahan: বিচার ভবনের সামনে উঠল ফাঁসির দাবি, শাহজাহানের ‘কীর্তিতে’ লজ্জিত আইনজীবীরা

Sandeshkhali: সোমবার শাহজাহানকে বিচার ভবনে পেশের আগে পোস্টার হাতে বিক্ষোভ-প্রতিবাদে সামিল আইনজীবী মহলের একাংশ। দাবি একটাই, 'শেখ শাহজাহানের ফাঁসি চাই'। এদিন কলকাতায় নগর দায়রা আদালতের সামনে এ ভাবেই অভিনব প্রতিবাদে সামিল হলেন তাঁরা। কিন্তু কেন হঠাৎ এমন বিক্ষোভ-প্রতিবাদের পথ বেছে নিলেন আইনজীবীরা?

Sheikh Sahajahan: বিচার ভবনের সামনে উঠল ফাঁসির দাবি, শাহজাহানের 'কীর্তিতে' লজ্জিত আইনজীবীরা
শেখ শাহজাহানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 01, 2024 | 4:17 PM
Share

কলকাতা: ইডির উপর হামলায় ঘটনায় ধৃত ‘সন্দেশখালির বাঘ’ শেখ শাহজাহানের (Sheikh Sahajahan) ফাঁসির দাবি সরব আইনজীবীরা। বিশেষ ইডি আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে, শাহজাহানকে বসিরহাট জেল থেকে বিচার ভবনে পেশ করার জন্য। সোমবার শাহজাহানকে বিচার ভবনে পেশের আগে পোস্টার হাতে বিক্ষোভ-প্রতিবাদে সামিল আইনজীবী মহলের একাংশ। দাবি একটাই, ‘শেখ শাহজাহানের ফাঁসি চাই’। এদিন কলকাতায় নগর দায়রা আদালতের সামনে এ ভাবেই অভিনব প্রতিবাদে সামিল হলেন তাঁরা। কিন্তু কেন হঠাৎ এমন বিক্ষোভ-প্রতিবাদের পথ বেছে নিলেন আইনজীবীরা?

পোস্টার হাতে বিক্ষোভে সামিল আইনজীবীদের মধ্যে ছিলেন ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী ভাস্কর দে। তাঁর বক্তব্য, ‘বসিরহাটের শাহজাহানের মতো যারা নিকৃষ্ট কাজ করেছে, তাতে পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভারত তথা গোটা বিশ্বের কাছে আমরা লজ্জিত। ভারত তথা গোটা পৃথিবীর লোক দেখছে কী করেছে তারা। শুধু এই একজন শেখ শাহজাহান নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এমন আরও শেখ শাহজাহান আছে। সেই কারণে, আমরাও আইনজীবী হিসেবে বিচার ব্যবস্থার কাছে আমাদের আর্জি শেখ শাহজাহানের যেন সর্বোচ্চ সাজা পায়।’

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার পর দীর্ঘদিন বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। শেষে রাজ্য পুলিশই তাঁকে গ্রেফতার করে। পরে ইডির উপর হামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও। সম্প্রতি, ধৃত শেখ শাহজাহানকে পিএমএলএ-মামলায় শোন অ্যারেস্ট করে ইডিও। জেলে গিয়ে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ইডি সন্তোষজনক জবাব না পাওয়ায় গ্রেফতার করে শাহজাহানকে।

কিন্তু পিএমএলএ মামলায় ফাঁসির সাজা কতদূর সম্ভব? সেই বিষয়ে প্রতিবাদরত আইনজীবীদের কাছে প্রশ্ন করা হলে বলেন, আইনজীবী হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবেই তাঁরা ফাঁসির দাবিতে সরব হয়েছেন।