Anandapur Fire: আগুন দেখে দোতলা থেকে ঝাঁপ যুবকের, খাস কলকাতায় ভয়ঙ্কর ঘটনা

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jul 08, 2024 | 12:04 AM

Fire: আনন্দপুর থানা এলাকার চৌবাগায় একটি কারখানায় আগুন লাগে রবিবার বিকালে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। এরইমধ্যে প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দেন এক যুবক। গুরুতর আহত হন তিনি। পশ্চিম চৌবাগার এই ঘটনা স্টিফেন কোর্টের স্মৃতি ফিরিয়ে দিল রথের বিকালে।

Anandapur Fire: আগুন দেখে দোতলা থেকে ঝাঁপ যুবকের, খাস কলকাতায় ভয়ঙ্কর ঘটনা
ঝাঁপ দেওয়ার সেই ভয়াবহ মুহূর্ত।

Follow Us

কলকাতা: শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। আনন্দপুর থানা এলাকার চৌবাগায় একটি কারখানায় আগুন লাগে রবিবার বিকালে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। এরইমধ্যে প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়ির দোতলা থেকে ঝাঁপ দেন এক যুবক। গুরুতর আহত হন তিনি। পশ্চিম চৌবাগার এই ঘটনা স্টিফেন কোর্টের স্মৃতি ফিরিয়ে দিল রথের বিকালে।

সর্বশেষ আপডেট প্রথমে

  1. আপাতত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কুলিংয়ের কাজ চলছে। তবে এলাকার লোকজন এখনও রাস্তায়। চোখেমুখে তাঁদের আতঙ্কের ছাপ।
  2. দমকল আধিকারিক সুদীপ্ত বীরের বক্তব্য, ৯টা দমকল ইঞ্জিন কাজ করেছে। একজন প্রাণ ভয়ে ঝাঁপ দেয় বলে শুনেছি। অগ্নি নির্বাপক কোনও ব্যবস্থা ছিল না।
  3. বাকি শ্রমিকরা বেরিয়ে আসতে পারলেও একজন ছাদের উপরে চলে যান। নানাভাবে ছাদ থেকে নামার চেষ্টাও করেন। তবে নামতে না পারায় আতঙ্কে ঝাঁপ দেন নিচে। মাথায় ও শরীরের নানা অংশে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
  4. পশ্চিম চৌবাগা এলাকায় একের পর এক বাড়িতে রয়েছে কারখানা। রবিবার ছুটির দিন হলেও একাধিক জায়গায় ছিলেন শ্রমিকরা। যেহেতু দাহ্য জিনিসে ঠাসা কারখান। আগুন সহজেই ছড়িয়ে পড়ে।
  5. মূলত প্লাস্টিকের সামগ্রীতে ঠাসা ছিল এই কারখানা। এদিকে চারপাশে বাড়ি। জনবসতি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। যেখানে আগুন লাগে, তিনদিক থেকে তা ঘিরে দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। নামানো হয় ড্রোনও।
  6. তবে একেবারে ঘিঞ্জি এলাকা। তার মধ্যে অন্ধকার হয়ে আসছে। ফলে বাড়ছে উদ্বেগ। আশেপাশের বাড়ি ইতিমধ্যেই খালি করার কাজ শুরু হয়েছে। এক ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে প্লাস্টিক কারখানা।
Next Article