Murder: পকেটে সবসময় ছুরি, শেষে দাদার পেটেই ঢুকিয়ে দিল, হুলস্থুল নিউটাউনে
Murder: স্থানীয় সূত্রে খবর, জমি বিবাদ নিয়ে প্রায় ঝামেলা হত দুই ভাইয়ের। সেই আক্রোশ থেকে খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবু সর্বদা কাছে ছুরি নিয়ে ঘুরতেন।

নিউটাউন: বাড়ির সামনে গালিগালাজ করছিলেন। নিষেধ করেছিলেন দাদা। তা নিয়ে বাধে বচসা। তখনই দাদার পেটে ছুরি চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি আক্রান্ত ব্যক্তিকে। মৃতের নাম শেখ নাফিজ আহমেদ ওরফে বাচ্চু। ঘটনাটি নিউটাউনের হাতিয়ারা পশ্চিমপাড়ার। অভিযুক্ত সফিকুল নুর ইসলাম ওরফে বাবুকে আটক করে ইকোপার্ক থানার পুলিশ।
জানা গিয়েছে, রবিবার বিকাল বাচ্চুর বাড়ির সামনে আচমকা গালিগালাজ করতে থাকেন তাঁর খুড়তুতো ভাই বাবু। বাড়ির সামনে গালিগালাজ করতে বারণ করেন বাচ্চু। এই নিয়ে বচসা বাধে। তখন আচমকা বাচ্চুর পেটে ছুরি ঢুকিয়ে দেন বাবু।
গুরুতর জখম বাচ্চুকে নিয়ে যাওয়া হয় বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।
স্থানীয় সূত্রে খবর, জমি বিবাদ নিয়ে প্রায় ঝামেলা হত দুই ভাইয়ের। সেই আক্রোশ থেকে খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবু সর্বদা কাছে ছুরি নিয়ে ঘুরতেন। তাঁকে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

