Burn to death: দাউ দাউ করে জ্বলছে গোটা বাড়ি, ভিতরে পড়ে ঝলসে যাওয়া দেহাংশ

Burn to death: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিরিষবাগান এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সুরজিৎ। রবিবার  দুপুরেই তাঁর ঘর থেকেই ধোঁয়া বের হতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা।  দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল।

Burn to death: দাউ দাউ করে জ্বলছে গোটা বাড়ি, ভিতরে পড়ে ঝলসে যাওয়া দেহাংশ
এলাকায় চাঞ্চল্য Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2024 | 5:27 PM

কলকাতা: ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেছিলেন প্রতিবেশীরা। বিপদ বুঝতে পেরেই বালতি, গামলা করে জল নিয়ে যান। কিন্তু লেলিহান শিখা গ্রাস করতে থাকে গোটা বাড়ি। খবর দেওয়া দমকলে। যতক্ষণে আগুন নেভানো হয়, যতক্ষণে দমকল কর্মীরা ঘরের ভিতরে ঢোকেন, ততক্ষণে পুড়ে ছাই গোটা দেহ। পড়ে থাকে কেবল দেহাংশ। ভয়ঙ্কর, মর্মান্তিক ঘটনা কলকাতা লেদার কমপ্লেক্স থানার শিরিষ বাগান এলাকায়। আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুরজিৎ হালদার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিরিষবাগান এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সুরজিৎ। রবিবার  দুপুরেই তাঁর ঘর থেকেই ধোঁয়া বের হতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা।  দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে ঘরের ভিতর ঢুকতেও সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। যতক্ষণে বন্ধ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা, দৃশ্য দেখে তাঁদের চক্ষুচড়ক গাছ। কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছেন সুরজিৎ। ঝলসে যাওয়া দেহাংশ পড়ে রয়েছে।  কীভাবে আগুন লাগল, তিনি নিজেই আগুন ধরিয়ে আত্মঘাতী হয়েছেন কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখেছ পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। ওই ব্যক্তি কোনওভাবে মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, তা জানার চেষ্টা করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।