Awas Yojana: আবাসের তালিকায় নাম নেই, ক্ষোভে জয়েন্ট বিডিও-সহ প্রধানকে আটকে তালা দিল উত্তেজিত জনতা
Awas Yojana: অভিযোগ, অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুটিমারি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র ৩৬৮ টি নাম এসেছে। যার ফলে বাদ পড়েছেন বহু যোগ্য। কিন্তু, কেন এমনটা হবে তাঁর উত্তর খুঁজছে গ্রামবাসীরা।
দিনহাটা: আবাসের তালিকা নিয়ে শোরগোল চলছেই। লাগাতার আসছে দুর্নীতির অভিযোগ। সিংহভাগ ক্ষেত্রেই শাসকনেতাদের কাঠগড়ায় তুলে বিক্ষোভ চলছে গ্রামে গ্রামে। তপ্ত হয়েছে রাজনীতির ময়দান। সুর চড়িয়েছে বিজেপি। এবার আবাসের তালিকায় নাম না থাকায় ক্ষোভে জয়েন্ট বিডিও-সহ পঞ্চায়েত প্রধানকে তালাবন্ধ করে দিল উন্মত্ত জনতা। চলল বিক্ষোভ। পঞ্চায়েত অফিসেও চলল দেদার ভাঙচুর। চাঞ্চল্যকর ঘটনা দিনহাটা এক নং ব্লকের ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বিক্ষুদ্ধদের অভিযোগ, যোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে আবাসের তালিকা থেকে। তা নিয়েই বেশ কয়েকদিন ধরে গ্রামে বাড়ছিল ক্ষোভের পারদ। এদিন এ নিয়ে বসেছিল গ্রাম সংসদ সভা। কিন্তু, আলোচনা কিছুদূর এগোতে না এগোতেই শুরু হয়ে যায় ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েত অফিসে দেদার ভাঙচুর চালায় গ্রামবাসীরা। জয়েন্ট বিডিও সহ প্রধানকে তালাবন্ধ করে দেয় জনতা।
অভিযোগ, অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুটিমারি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র ৩৬৮ টি নাম এসেছে। যার ফলে বাদ পড়েছেন বহু যোগ্য। কিন্তু, কেন এমনটা হবে তাঁর উত্তর খুঁজছে গ্রামবাসীরা। এদিন তা নিয়েও কথাও হয় প্রধান, জয়েন্ট বিডিও-র সঙ্গে। কিন্তু, সমাধান সূত্র না মেলাতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।