Dengue: ডেঙ্গি সামলাতে হাইকোর্টের হস্তক্ষেপ দাবি, দায়ের জনস্বার্থ মামলা

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Oct 03, 2023 | 4:00 PM

Dengue in West Bengal: ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে প্রশাসনও দফায় দফায় বৈঠক করছে। ডেঙ্গি দমনে ব্লু-প্রিন্ট তৈরি করছে। কিন্তু এখনও ডেঙ্গি পর্যন্ত পুরোপুরি সামাল দিয়ে ওঠা সম্ভব হয়নি। এমন অবস্থায় এবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

Dengue: ডেঙ্গি সামলাতে হাইকোর্টের হস্তক্ষেপ দাবি, দায়ের জনস্বার্থ মামলা
ডেঙ্গি নিয়ে মামলা হাইকোর্টে (প্রতীকী ছবি)
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ডেঙ্গির সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। যে ডেঙ্গি এতদিন মূলত শহরাঞ্চলের মাথাব্যথার কারণ ছিল, তা এখন মফস্বল এমনকী গ্রামাঞ্চলগুলিতেই চিন্তা বাড়িয়েছে। অসমর্থিত সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত অন্তত ৫০ জন ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে প্রশাসনও দফায় দফায় বৈঠক করছে। ডেঙ্গি দমনে ব্লু-প্রিন্ট তৈরি করছে। কিন্তু এখনও ডেঙ্গি পর্যন্ত পুরোপুরি সামাল দিয়ে ওঠা সম্ভব হয়নি। এমন অবস্থায় এবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে এক চিকিৎসক। চলতি সপ্তাহেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে হাইকোর্টের হস্তক্ষেপের দাবি তুলেছেন ওই চিকিৎসক। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভাগুলি ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ। এমনকী পঞ্চায়েতগুলিও ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ মামলাকারী চিকিৎসকের। উল্লেখ্য, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র-রাজ্য চাপানউতর শুরু হয়ে গিয়েছে। দিল্লি বলছে, ডেঙ্গি নিয়ে রাজ্য তথ্য পাঠাচ্ছে না। আবার রাজ্য বলছে, কেন্দ্র থেকে আর্থিক সাহায্য ঠিকঠাক আসছে না। সেই বিষয়টিও তুলে ধরেও মামলাকারী চিকিৎসক জানাচ্ছেন, এই জাঁতাকলের মধ্যে পড়ে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে।

শুধু তাই নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই চিকিৎসক। বিভিন্ন হাসপাতালে প্লেটলেটের আকাল রয়েছে বলেও অভিযোগ তুলছেন তিনি। তাঁর বক্তব্য, এসবের জন্যই ডেঙ্গি পরিস্থিতির অবনতি হচ্ছে। এমন অবস্থায় তাই জমা জল নিয়ে কঠোর পদক্ষেপ ও র‌্যাপিড ব্লাড টেস্টের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই চিকিৎসক। কলকাতা হাইকোর্টে আজ সেই মামলা গ্রহণ করা হয়েছে।

Next Article