AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: ‘দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছি…’, তিলোত্তমার বাবার মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলল চিকিৎসক সংগঠন

RG Kar News: আজ, মঙ্গলবার একটি বিবৃতি জারি করে সংগঠন। পরিষ্কার সেখানে তারা জানায়, এই মঞ্চ কোনও রাজনৈতিক দলের সংগঠন নয়। "দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই,সমস্ত রকম দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিবাদী মানুষ ও সংগঠনকে নিয়েই এই মঞ্চ তৈরি হয়েছে।

RG Kar: 'দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছি...', তিলোত্তমার বাবার মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলল চিকিৎসক সংগঠন
মুখ খুলল সংগঠনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 12, 2025 | 4:26 PM
Share

কলকাতা: নবান্ন অভিযানে কেন যায়নি? সেই নিয়ে প্রশ্ন তুলে চিকিৎসকদের সংগঠনকে দুষেছিলেন তিলোত্তমার বাবা। এও বলেছিলেন চিকিৎসকদের সংগঠন সিপিএম (CPM)-এর হয়ে রাজনীতি করছে। এবার সেই বিষয়টি নিয়েই মুখ খুলল সংগঠন। পরিষ্কার জানিয়ে দিল, চিকিৎসকদের সংগঠন কোনও রাজনৈতিক দলের সংগঠন নয়।

আজ, মঙ্গলবার একটি বিবৃতি জারি করে সংগঠন। পরিষ্কার সেখানে তারা জানায়, এই মঞ্চ কোনও রাজনৈতিক দলের সংগঠন নয়। “দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই,সমস্ত রকম দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিবাদী মানুষ ও সংগঠনকে নিয়েই এই মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চের প্রাথমিক ও কেন্দ্রীয় লক্ষ্য তিলোত্তমার ন্যায়বিচার সুনিশ্চিত করা। আর যেন কোনও তিলোত্তমা যাতে না হয় সেই লড়াই চালিয়ে যাওয়া।”

চিকিৎসকদের সংগঠনের দাবি, তিলোত্তমার মৃত্যু একটি প্রতিষ্ঠানিক এবং রাজনৈতিক হত্যা। মঞ্চ তাদের বিবৃতিতে লিখেছে, “এখনও পর্যন্ত ন্যায় বিচার না পাওয়াটাও সম্পূর্ণ রাজনৈতিক। বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা বা লক্ষ্যভ্রষ্ট করার জন্য উভয় সরকার একই রকম উদ্যোগী।”

একই সঙ্গে এও বলা হয়েছে, এই সংগঠন তিলোত্তমার মা ও বাবার লড়াইকে কুর্নিশ জানায়। কাঁধে কাঁধ মিলিয়ে এই সঠিক বিচার ছিনিয়ে আনার জন্য চিকিৎসকদের এই সংগঠন তাদের সঙ্গে এই লড়াইতে আগেও ছিল,আজও আছে, ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি ১৪ই অগস্ট ‘রাত দখলের ডাক’ দেওয়া হয়েছে মঞ্চের তরফে।

গত শনিবার তিলোত্তমার ন্যায় বিচারের দাবি তাঁর মা-বাবা নবান্ন অভিযানের ডাক দেন। সেই অভিযানে তৃণমূল বাদে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান তাঁরা। তবে দেখা যায় বিজেপি বাদ দিয়ে কোনও রাজনৈতিক দল এই অভিযানে অংশগ্রহণ করেনি। একই সঙ্গে ছিল না চিকিৎসকদের সংগঠন। এই নিয়েই মুখ খুলেছিলেন তিলোত্তমার বাবা। বলেছিলেন, “পরিষ্কার বোঝা যাচ্ছে চিকিৎসকদের সংগঠন সিপিএম-এর হয়ে রাজনীতি করছে।” আজ তারই পাল্টা উত্তর দেওয়া হল মঞ্চের পক্ষ থেকে।