Abhishek Banerjee: ফের চাঁচাছোলা ভাষায় অমিত শাহকে নিশানা অভিষেকের, মমতা বললেন ‘ডেয়ার ডেভিল ছেলে’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 08, 2022 | 6:53 PM

Abhishek Banerjee in TMC Rally: অভিষেকের দাবি, তৃণমূলকে দমিয়ে রেখে ফাঁকা মাঠে খেলতে চাইছেন অমিত শাহ তথা বিজেপি। সেই কারণেই ইডি, সিবিআই পাঠানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

Abhishek Banerjee: ফের চাঁচাছোলা ভাষায় অমিত শাহকে নিশানা অভিষেকের, মমতা বললেন ডেয়ার ডেভিল ছেলে
অভিষেক বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সার্বিকভাবে বিজেপি তথা বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেও, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মেগা সমাবেশে অভিষেকের নিশানায় ছিলেন অমিত শাহ। আগেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘পাপ্পু’ বলে সম্বোধন করতে শোনা গিয়েছে অভিষেককে। আর এবার সেই সম্বোধনের ব্যাখ্যা দিতে শোনা গেল তাঁকে।

এ দিন কর্মীদের বার্তা দিতে গিয়ে অভিষেক বলেন, ‘কেন পাপ্পু বলেছি, সবাইকে জানাতে হবে।’ প্রথমেই অভিষেক মনে করিয়ে দেন এনসিআরবি রিপোর্টের কথা, যেখানে কলকাতাকে দেশের নিরাপদতম শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, অমিত শাহের অধীনে থাকা সংস্থা বলছে দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের নাম কলকাতা। তারপরও কেন রাজ্য সরকারকে আক্রমণ? সেই প্রশ্ন তোলেন অভিষেক।

দ্বিতীয়ত, অমিত শাহের ছেলে তথা বিসিসিআই সেক্রেটারি জয় সাহার প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ‘আপনি সবাইকে জাতীয়তাবাদ শেখাতে চান। হর ঘর তিরঙ্গার কথা বলেন। আর আপনার পুত্র ভারতের জাতীয় পতাকা হাতে নিতে লজ্জা পান। সেই ছেলেকে ত্যজ্যপুত্র করা উচিত আপনার।’

‘পাপ্পু’ সম্বোধনের তৃতীয় কারণ হিসেবে উল্লেখ কেন্দ্রীয় সংস্থার প্রসঙ্গ টেনে এনেছেন অভিষেক। তৃণমূল সাংসদ বলেন, ‘ইডি, সিবিআই চোরদের আশ্রয় দিচ্ছে।’ নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক দাবি করেন, যাঁদের তোয়ালেতে মুড়ে টাকা নিতে দেখা গিয়ছে, যাঁদের বিরুদ্ধে সুদীপ্ত সেন কথা বলেছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে মা।

আর চতুর্থ কারণ হিসেবে অভিষেকের ব্যাখ্যা, ফাঁকা মাঠে গোল দিতে চান অমিত শাহ।তাই তৃণমূল নেতাদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। অভিষেকের দাবি, এ রাজ্যে সিপিএম বা কংগ্রেস বলে কেউ নেই। তাই তৃণমূলকে দমিয়ে রেখে ক্ষমতায় আসতে চায় বিজেপি। আর সে কারণেই পাপ্পু বলে আক্রমণ করছেন তিনি।

বর্তমানে রাজ্যের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসায় শাসক দলের অন্দরে অস্বস্তি বেড়েছে। মঞ্চ থেকে তাই বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে দলের কর্মীদের চাঙ্গা করলেন অভিষেক। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করতে গিয়ে অভিষেকের বক্তব্যের প্রশংসা করেন। বলেন, ‘ও খুব ডেয়ার ডেভিল।’

Next Article