AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘একে-৪৭ নিয়ে ঢুকছে, কেন্দ্র ঘুমাচ্ছে’ পহেলগাঁওয়ের ৪ জঙ্গি কোথায়? ফের প্রশ্ন অভিষেকের, শাহের ইস্তফার দাবি

Abhishek Banerjee: অভিষেক বলেন, "তৃতীয়বার সরকার তৈরির এক বছর হয়ে গিয়েছে, মানুষের জন্য কী করেছে? বাংলার মানুষের জন্য কী করেছে ? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন, কতবার বাংলার জন্য কথা বলেছেন?"

Abhishek Banerjee: 'একে-৪৭ নিয়ে ঢুকছে, কেন্দ্র ঘুমাচ্ছে' পহেলগাঁওয়ের ৪ জঙ্গি কোথায়? ফের প্রশ্ন অভিষেকের, শাহের ইস্তফার দাবি
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 28, 2025 | 12:49 PM
Share

কলকাতা: পহেলগাঁও ইস্যু নিয়ে ফের একবার সরব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুললেন, পহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত চার জঙ্গি কোথায় গেল? একইসঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করেন।

এ দিন দিল্লিতে সংসদের বাদল অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে অভিষেক বন্দ্য়োপাধ্যায় পহেলগাঁওয়ে হামলা চালানোয় অভিযুক্ত জঙ্গিদের নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “পহেলগাঁও হামলার তিন মাস হয়ে গেল, চার জঙ্গি কোথায়? তারা কি হাওয়ায় উবে গেল? আমি আগেও এই প্রশ্ন করেছি, কিন্তু কোনও উত্তর পাইনি।”

পহেলগাঁও প্রসঙ্গে তিনি বলেন, “যাদের দায়িত্বে থাকা সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে, দায় তো তাদের। এই দায় বিএসএফের, অমিত শাহের। পহেলগাঁওয়ের জঙ্গি হানায় ২৬ জন নাগরিক মারা গিয়েছেন। ওই চারজন জঙ্গি কোথায়, আমি লোকসভায় প্রশ্ন করেছি, উত্তর পায়নি। তাদের স্টেটাস কী, বর্ডার থেকে তারা ঢুকল কী করে। ওরা তো মশা-মাছি নয়। এত বড় বড় একে ৪৭ নিয়ে ঢুকছে, কেন্দ্র ঘুমাচ্ছে। পেগাসাস করে আমাদের ফোনে আড়ি পাততে পারে নির্বাচনের সময়। ২০১৯ সালেও তো একই জিনিস হল। এদের গাফিলতির কারণে ৪০ জন আধা সামরিক জওয়ান মারা গেলেন। এটা আমি বলছি না, তৎকালীন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছিলেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলছেন, ইন্টেলিজেন্স ফেলিওর। তাঁকে তাহলে এক্সটেনশন দিলেন কেন?”

অভিষেক আরও বলেন, “তৃতীয়বার সরকার তৈরির এক বছর হয়ে গিয়েছে, মানুষের জন্য কী করেছে? বাংলার মানুষের জন্য কী করেছে ? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন, কতবার বাংলার জন্য কথা বলেছেন? তাঁকে কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, সে চিঠি লিখে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারেন, ৫ বছর ধরে টাকা বন্ধ, বাংলার মানুষের জন্য কতবার লিখেছেন? বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে, দেশে, বিশ্বে কত রোহিঙ্গা আছে, এদের কাছে তথ্য আছে? এরা অশিক্ষিত, জানে না।”

কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বলেই অভিযোগ করে তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড বলেন, “বাইরে থেকে কেউ এলে, তারা তো বর্ডার টপকেই এসেছে। উড়ে তো আসেনি। বর্ডারের দায়িত্ব কার, বিএসএফের। আগে অমিত শাহ রিজাইন করুক, বিএসএফ, আইবির প্রধান রিজাইন করুক, তারপর এই প্রশ্ন করবেন। পহেলগাঁওতে তো পুলিশ কেন্দ্রের অধীনে। ওখানে তো রাজ্যের মর্যাদা এখনও ফেরানো হয়নি। কী করে নিল ৪ জঙ্গি পাকিস্তান থেকে এল, কীভাবে বন্দুক নিয়ে এল, ফিরে গেল? লজ্জা হওয়া উচিত। পাকিস্তান থেকে জঙ্গিরা এসে নাগরিকদের মেরে চলে যাচ্ছে, আমরা কিছু জানি না। এই ব্যর্থতা কাদের? কেন্দ্রীয় সরকারের।”