“কেবল খেতেই এসেছিলেন কি? ছবি তুললেন, খেলেন আর হাত ধুলেন, ওঁদের সঙ্গে কথাটুকুও বললেন না!”

Nov 07, 2020 | 8:16 AM

TV9 বাংলা ডিজিটাল: তাঁর এই সফর যে ঠিক কতটা লোক দেখানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তা মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজের ‘নাটকেই’ প্রমাণিত। যাঁর বাড়িতে খেলেন, তাঁর সঙ্গে কথাও বললেন না! অমিত শাহর বঙ্গ সফরকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে লিখলেন, “যাঁর বাড়িতে খেলেন, তাঁর সঙ্গে কথাও বললেন না একবার। স্রেফ খেতেই কী গিয়েছিলেন তিনি?” […]

কেবল খেতেই এসেছিলেন কি? ছবি তুললেন, খেলেন আর হাত ধুলেন, ওঁদের সঙ্গে কথাটুকুও বললেন না!
[13:16, 07/11/2020] Sharmistha Chakraborty: এইটা দেখ [13:30, 07/11/2020] Somnath Da: "কেবল খেতেই এসেছিলেন কি? ছবি তুললেন, খেলেন আর হাত ধুলেন, ওঁদের সঙ্গে কথাটুকুও বললেন না!"

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: তাঁর এই সফর যে ঠিক কতটা লোক দেখানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তা মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজের ‘নাটকেই’ প্রমাণিত। যাঁর বাড়িতে খেলেন, তাঁর সঙ্গে কথাও বললেন না! অমিত শাহর বঙ্গ সফরকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে লিখলেন, “যাঁর বাড়িতে খেলেন, তাঁর সঙ্গে কথাও বললেন না একবার। স্রেফ খেতেই কী গিয়েছিলেন তিনি?” তাঁর আরও কটাক্ষ, “এসব করে আসলে তিনি মতুয়া ও আদিবাসীদের ভোটব্যাঙ্ক বাড়াতে ব্যবহার করতে চাইছেন। নিজের স্বার্থে ওঁদের ব্যবহার করতে চাইছেন। যাঁর বাড়িতে খেলেন, তাঁর সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করলেন না। এতই অহংকার! শুধু কি ছবি তুলতেই এসেছিলেন?”

 

অমিত শাহ বঙ্গসফরে এসে বাঁকুড়ায় এক আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন। আলু-পোস্তর বড়া থেকে বিউলির ডাল-সবই খেয়েছেন মন ভরে। কিন্তু অভিযোগ, সকাল থেকে বেলা পর্যন্ত যাঁর আপ্যায়নে ঘাম ঝড়ালেন নেহাতই দেহাতি ওই দম্পতি, তাঁদের সঙ্গে একবারও কথা বলেননি অমিত শাহ। নিজেদের দুঃখের কথাও বলার সুযোগ পাননি তাঁরা। আর এই বিষয়টিকে নিয়েই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে তৃণমূল।

দু’দিনের দলীয় কর্মসূচি সেরে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক পুরনো অভিযোগ ফের সামনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আইনের শাসন ও দুর্নীতির মতো বিষয় নিয়ে সরব শাহকে পাল্টা অপশাসন ও দুর্নীতির তিরেই বিঁধেছে তৃণমূল।

বঙ্গসফরে এসে অমিত শাহ কেবল মিথ্যার বৃষ্টি বইয়ে গেলেন বলে পাল্টা কটাক্ষ করছেন তৃণমূল নেতারা। তৃণমূল মুখপাত্রের পাল্টা কটাক্ষ, ‘‘শুধু মিথ্যা বলে গেলেন! বোঝা গেল, দেশের হোম মিনিস্টার একটুও হোমওয়ার্ক করে আসেননি!’’ একুশের যে মমতা বন্দ্যোপাধ্যায়ই ফিরছেন, তাতে দৃঢ় প্রত্যয়ী ঘাসফুল শিবির।


বাঁকুড়ায় বীরসা মুণ্ডার মূর্তিতে শাহর মাল্যদান-বিভ্রাট প্রসঙ্গেও কটাক্ষ করতে ছাড়েনি তৃ়ণমূল। খোদ নেত্রীর বক্তব্য, “উনি বাংলার সংস্কৃত সম্পর্কে ঠিক কতটা জানেন? যেভাবে বীরসা মুণ্ডার ছবিকে মূর্তির পাদদেশে বসিয়ে মালা দেওয়া হল, এভাবে তাঁকে ও গোটা বাংলাকে অপমান করা হল।” উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি আদিবাসী পুরুষ মূর্তিকে পুষ্পার্ঘ্য নিবেদন করে, তার নীচে রাখা আদিবাসী নেতা বীরসা মুন্ডার ছবিতে মালা দেন। তা নিয়েই বিতর্ক ছড়ায়।

অমিত শাহ সফর ও তাঁর ভোজ-রাজনীতিকে বিরোধীদের কটাক্ষ, ‘‘খেয়েদেয়ে তৃপ্ত হয়ে হাত ধুয়ে, মুখ মুছে ফেলতে পারেন কিন্তু ইতিহাস মোছা যাবে না!’’

Next Article