Abhishek Banerjee: ছাত্র সমাবেশের ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেককে ইডি-র তলব

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 30, 2022 | 11:38 AM

Abhishek Banerjee: কলকাতার ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ২ সেপ্টেম্বর।

Abhishek Banerjee: ছাত্র সমাবেশের ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেককে ইডি-র তলব
অভিষেককে ইডির তলব

Follow Us

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র। অভিষেককে সমন পাঠাল ইডি। কলকাতার ইডি-র অফিস সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে ২ সেপ্টেম্বর। কয়লা পাচার মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  দিল্লি থেকে টিম আসছে। তদন্তকারী অফিসার-সহ একটি বিশেষ দল অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ কি কেবলই কাকতালীয়? ২৪ ঘণ্টা পেরোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে ভবিষ্যদ্বানী করেছিলেন, “এই সভায় একটু আগেই অভিষেক খুব ভাল বক্তৃতা দিয়েছে, আমার মন বলছে, ওকে কাল না নোটিস ধরায় আবার। আগে তো ওকে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার বোধ হয় ২ বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে।”

ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালেই কয়লা পাচার কাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এর আগেও তলব করা হয়েছিল তাঁকে। একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। যা নিয়ে রীতিমতো শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন অভিষেক-রুজিরা। তাঁদের একটাই আবেদন ছিল, কলকাতাতেই যেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় অবশ্য শীর্ষ আদালতে তাঁর সেই মামলা মেনশন হয়নি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি।

বিশ্লেষকদের কথায়, বিষয়টি অত্যন্ত কাকতালীয়। ছাত্র সমাবেশের যে মঞ্চ থেকে অভিষেক সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার পরই তাঁকে তলব করা হয়। বিষয়টা অনেকটা এরকম, ২১ জুলাইয়ের সমাবেশের পরই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তারপরের বিষয়টি সর্বজনবিদিত।

বিষয়টি নিয়ে বর্তমানে চরম অস্বস্তিতে শাসকদল। দুর্নীতি-বিদ্ধ শাসকদলের দুই হেভিওয়েট নেতা মন্ত্রী এখন হাজতবাসে। দল যে প্রবল একটা ঝড়ের মুখে পড়েছে, তা স্বীকার করেছে খোদ সুপ্রিমোই। এই পরিস্থিতিতে অভিষেককে তলব শাসকদলের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে নেত্রী তথা দলের সেকেন্ড ইন কম্যান্ড আগেই এই বার্তা দিয়ে রেখেছেন, কোনও ভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে ভয় দেখানো যাবে না। এই লড়াইয়ের মোকাবিলা করতে তাঁরা রাজনৈতিকভাবে প্রস্তুত। শুক্রবার অভিষেক ইডি দফতরে হাজিরা দেন কিনা, সেটাই দেখার।

Next Article