Abhishek Banerjee ED office: ED হাজিরায় নজর কাড়ল অভিষেকের পোশাক, কেন এই পরিবর্তন?
Abhishek Banerjee ED office: ইডি-র নোটিস পাওয়া পর বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে ইডি দফতরে পৌঁছে যান অভিষেক। কালো গাড়ি থেকে নেমে প্রবেশ করেন ইডি দফতরে। ঘণ্টাখানেক পরে বেরিয়ে এসে তিনি জানান, প্রায় ৬ থেকে সাড়ে ৬ হাজার পাতার নথি জমা করেছেন তিনি।
কলকাতা: একবার, দুবার নয়, ইডি-সিবিআই মিলিয়ে প্রায় বার দশেক কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু কলকাতা নয়, দিল্লিতেও ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে তাঁকে। প্রতিবারই প্রবেশ করার সময় বা বেরনোর সময় দেখা গিয়েছে, তাঁর পরণে কালো টি শার্ট বা শার্ট। তবে এবার চোখে পড়ল পরিবর্তন। বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সের ইডি দফতর থেকে বেরনোর সময় দেখা গেল, সাদা শার্ট পরে আছেন অভিষেক।
গত সেপ্টেম্বর মাসে যখন হাজিরা দেন অভিষেক, তখন সাংবাদিকরা এই পোশাকের রঙ নিয়ে প্রশ্ন করেছিলেন তাঁকে। কেন বারবার কালো পোশাক পরে আসেন? এর পিছনে কী কোনও কারণ আছে? উত্তরে অভিষেক বলেছিলেন, এটা নাকি নিছকই ‘কো-ইনসিডেন্স’। তিনি জানিয়েছিলেন, সাদা আর কালোই তাঁর পছন্দের রঙ। আর কালো পোশাক পরবেন না বলেও জানিয়েছিলেন। সেই কথাই কি রাখলেন অভিষেক?
তবে অভিষেক যে কালো পোশাক শুধুমাত্র ইডি বা সিবিআই দফতরে যাওয়ার সময় পরেন, তা নয়। রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে অন্যান্য অনেক অনুষ্ঠানে তাঁকে কালো পোশাক পরতে দেখা গিয়ছে। আর রাজনৈতিক সভা, মিছিল বা অন্যান্য কর্মসূচিতে সাধারণত সাদা শার্ট বা পাঞ্জাবি পরেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। সাদা-কালো ছাড়া বারকয়েক নীল পোশাকেও দেখা গিয়েছে অভিষেককে।