AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘একটাই ভুল হয়ে গিয়েছে…’ কেন কেজরীবাল হেরে গেলেন? কারণ খুঁজে বার করলেন অভিষেক

Abhishek Banerjee: প্রায় আড়াই দশক পর দিল্লি দখল করেছে বিজেপি।  দিল্লিতে নির্বাচনের হারের পর কেজরীবাল নিজেই বলেছিলেন মানুষের রায় তিনি মাথা পেতে নিচ্ছেন। কিন্তু কেন এই রায়? সেটারও ব্যাখ্যা করেন অভিষেক।

Abhishek Banerjee: 'একটাই ভুল হয়ে গিয়েছে...' কেন কেজরীবাল হেরে গেলেন? কারণ খুঁজে বার করলেন অভিষেক
কেজরীবাল কেন হারলেন, বিশ্লেষণ অভিষেকেরImage Credit: TV9 Bangla
| Updated on: Feb 13, 2025 | 6:08 PM
Share

কলকাতা: দিল্লির ভোটে কেজরীবাল হেরে গিয়েছেন। কিন্তু কেন হেরে গেলেন তিনি? তার কারণ বিশ্লেষণ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য, কেজরীবাল আসলে মানুষকে বোঝাতে ব্যর্থ।

সেবাশ্রয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখানে দিল্লির নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, “বিজেপির একটা বিশেষ ব্যাপার হল, বিজেপি মানুষকে ভুল বোঝাতে সিদ্ধহস্ত। এখন বিজেপি দিল্লিবাসীকে বুঝিয়েছে, কেজরীবাল ২০১২-১৩ সাল থেকে তো ছিল। কিন্তু কিছু করেনি। আম আদমি পার্টির লোক, কিছুটা অসফল, কারণ ভুয়ো প্রচারকে কাউন্টার করতে পারিনি।”

প্রায় আড়াই দশক পর দিল্লি দখল করেছে বিজেপি।  দিল্লিতে নির্বাচনের হারের পর কেজরীবাল নিজেই বলেছিলেন মানুষের রায় তিনি মাথা পেতে নিচ্ছেন। কিন্তু কেন এই রায়? সেটারও ব্যাখ্যা করেন অভিষেক। তিনি বলেন, “দিল্লিতে একটা নির্বাচিত সরকারকে কাজ করতেই দেওয়া হয়নি। ২০২৩ সালে বিজেপি অর্ডিন্যান্স করে প্রদেশ সরকার ও দিল্লি সরকারের সমস্ত ক্ষমতা নিয়ে নিয়েছে। এটাই কেজরীবালের উচিত ছিল মানুষকে বোঝানোর।”

গত লোকসভা নির্বাচনেও বাংলাতে বিজেপি ঠিক একই স্ট্র্যাটেজিতে খেলেছিল বলে দাবি করেন অভিষেক। তাঁর কথায়, “এই চেষ্টা বাংলাতেও হয়েছিল। বিজেপি রটিয়েছিল, কেন্দ্র থেকে টাকা পাঠানো হচ্ছে, কিন্তু তৃণমূল সরকার আপনাদের দিচ্ছে না। আমরা বলেছিলাম, চার বছরে কত টাকা পাঠানো হয়েছে, তার তালিকা প্রকাশ করতে। মিথ্যা তো সামনে চলেই আসে।”

আর ‘কেজরীবালের সঙ্গেও এটাই হয়েছে’ বলে দাবি করেন তিনি। তিনি বলেন, “একজন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিয়েছেন। ক্যাবিনেটের মন্ত্রীদের তিন চার মন্ত্রীকে জেলে ঢুকিয়েছেন, তারপর বলছেন, সরকার কাজ করছে না? আমার মনে হয়, জোট হয়ে লড়লে, নিশ্চয়ই সাফল্য আসত।” উল্লেখ্য, দুর্নীতি ইস্যুতে বাংলাতেও একাধিক নেতা-মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। বিজেপি যে এই স্ট্র্যাটেজিতেই খেলে, সেটাই স্পষ্ট করেন অভিষেক।