Abhishek Banerjee: ‘মানুষ সার্টিফিকেট দিলে তবেই প্রার্থী’, কাক-ভেজা বৃষ্টি মাথায় নিয়েই বার্তা অভিষেকের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 21, 2022 | 1:22 PM

Abhishek Banerjee: মুষলধারায় বৃষ্টি। আর ঠিক তখনই শহিদ সমাবেশের মঞ্চে উঠলেন অভিষেক। গায়ে নীল পাঞ্জাবি। ছাতা নেই। পুরো ভিজে গিয়েছেন। সভাস্থলে বৃষ্টির মধ্যে ভিজতে থাকা ভিড় তখন প্রিয় নেতাকে দেখতে পেয়ে আরও উত্তেজিত।

Abhishek Banerjee: মানুষ সার্টিফিকেট দিলে তবেই প্রার্থী, কাক-ভেজা বৃষ্টি মাথায় নিয়েই বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা : আকাশ কালো করে মেঘ জমল কলকাতার আকাশে। তার কিছুক্ষণের মধ্যেই নামল বৃষ্টি। মুষলধারায় বৃষ্টি। আর ঠিক তখনই শহিদ সমাবেশের মঞ্চে উঠলেন অভিষেক। গায়ে নীল পাঞ্জাবি। ছাতা নেই। পুরো ভিজে গিয়েছেন। সভাস্থলে বৃষ্টির মধ্যে ভিজতে থাকা ভিড় তখন প্রিয় নেতাকে দেখতে পেয়ে আরও উত্তেজিত। কাকভেজা অভিষেককে দেখে যেন আরও একাত্ম হয়ে গেলেন তাঁরা। কর্মী-সমর্থকদের মধ্যে তখন বাধ ভাঙা উচ্ছ্বাস। আর মঞ্চ থেকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই আগামীর বার্তা দিলেন অভিষেক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দেওয়া হবে, সেই দিকে নজর ছিল সকলেরই। আর সেই বার্তাও দিলেন অভিষেক।

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড স্পষ্ট করে জানিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচন হবে সাধারণ মানুষের জনসমর্থন নিয়ে। মানুষের পাশে দাঁড়িয়ে যোগ্য প্রার্থীকে যোগ্য সুযোহ দিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নামবে। সেই সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশের কড়া ভাষায় জানালেন, শুধু মুখ দেখিয়ে কেউ পঞ্চায়েতের আসন পাবেন না। বললেন, “যদি কেউ ভাবেন, মুখ দেখিয়ে পঞ্চায়েতের আসন পাব, দাদার জলের বোতল বয়ে দিয়ে পঞ্চায়েতের আসন পাব… আপনাকে মানুষ যদি সার্টিফিকেট দেয়, তবেই আপনি তৃণমূলের প্রার্থী হবেন। নাহলে যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন, আপনাকে পঞ্চায়েতে দল কোনও টিকিট দেবে না।”

সেই সঙ্গে দলীয় অনুশাসনের কথাও স্মরণ করিয়ে দেন অভিষেক। তিনি বলেন, “যদি কেউ ভাবেন, নিজের করে খাওয়ার জায়গা তৃণমূল, তাহলে আমি আগেও বলেছি, হয় ঠিকাদারি করবেন, নাহলে তৃণমূল কংগ্রেস করবেন। নিঃস্বার্থভাবে, নির্ভীক হয়ে করতে হবে, যাতে মানুষ আগামী দিনে পরিষেবা হয়। এই তৃণমূল অন্য তৃণমূল। এখানে মীর্জাফর, গদ্দাররা নেই, ধান্দাবাজরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ লোহা। যত তাতাবে, যত পোড়াবে, তত শক্তিশালী হবে।”

একুশের সভা থেকে যে এক নতুন তৃণমূলের বার্তা দেওয়া হবে, সেই আভাস আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, মানুষ তৃণমূলকে যেভাবে দেখতে চায়, তৃণমূলকে আগামী দিনে সেইভাবে গঠন করা হবে। বৃহস্পতিবার দলীয় অনুশাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে, সেই বার্তাই আরও স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যখন প্রায় শেষের দিকে, তখন আকাশে মেঘও অনেকটা কেটে গিয়েছে। বৃষ্টিও থেমেছে। কালো মেঘ কেটে গিয়ে আলো ফুটেছে আকাশে। অভিষেক যখন নতুন তৃণমূলের আভাস দিচ্ছেন, তখন ধর্মতলার আকাশেও মেঘ কেটে নীল আকাশ ফিরে এসেছে।

Next Article