Trinamool Congress: অভিষেকের কাঁচি, মমতার সিলমোহর! উপনির্বাচনের পরেই ‘নতুন’ তৃণমূল?

সৌরভ গুহ | Edited By: জয়দীপ দাস

Nov 10, 2024 | 4:27 PM

Trinamool Congress: তৃণমূল সূত্রে খবর, শেষ পর্যন্ত পারফরমেন্সই মানদণ্ড। আপাতত এই নীতি নিয়ে রদবদলের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বদলের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় ঢালাও বদল হতে পারে দলের সংগঠন ও পুর প্রশাসনে। এই জেলায় রাজ্যের দুই মন্ত্রীর বিধানসভায় হার দলের। নজরে তাঁদের পারফরমেন্সও।

Trinamool Congress: অভিষেকের কাঁচি, মমতার সিলমোহর! উপনির্বাচনের পরেই ‘নতুন’ তৃণমূল?
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: তালিকার কথা সামনে আসার পর থেকেই জল্পনা তীব্র হয়েছে। সূত্রের খবর, শেষ পর্যন্ত অভিষেকের তালিকায় সিলমোহর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের পরই রদবদল বাস্তবায়িত হবে তৃণমূলে। লোকসভা নির্বাচনে যে ৬৯ পুর এলাকায় হারতে হয়েছিল তৃণমূলের, সেই সমস্ত এলাকাতেই এখন কার্যত রেড অ্যালার্ট। বদলের তালিকায় বহু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। আলাদা করে নজরে রাখা হচ্ছে কাউন্সিলরদেরও। অন্তর্ঘাত করেছেন এমন জন প্রতিনিধিদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। 

সূত্রের খবর, বেশ কিছু জায়গায় রদবদল নিয়ে এখনও আলোচনা চলছে। সেই সব জায়গা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। বিকল্প নাম নিয়ে বহু ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ চলছে। একাধিক নাম নিয়ে চলছে আলোচনা। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, জন্মদিনে রদবদলের তালিকা নিয়ে অভিষেক মুখ খুলতেই কার্যত ফোনের বন্যা দেখা গিয়েছে তৃণমূল ভবনে। সবই কৌতূহলী ফোন। 

কোথায় কোথায় বড় রদবদল হতে পারে?  

তৃণমূল সূত্রে খবর, শেষ পর্যন্ত পারফরমেন্সই মানদণ্ড। আপাতত এই নীতি নিয়ে রদবদলের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বদলের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় ঢালাও বদল হতে পারে দলের সংগঠন ও পুর প্রশাসনে। এই জেলায় রাজ্যের দুই মন্ত্রীর বিধানসভায় হার দলের। নজরে তাঁদের পারফরমেন্সও। নজরে বীরভূম জেলার তিনটি পুরসভাও। লোকসভায় জিতলেও সিউড়ি, রামপুরহাট, বোলপুর পুরসভায় হার তৃণমূলের। বড়সড় রদবদল হতে পারে এই পুরসভাগুলিতে। 

নজরে হাওড়া, হুগলির একাধিক পুর এলাকা। এই জেলায় জেলা সংগঠনেও বদল আসতে পারে। নজরে উত্তরবঙ্গের তৃণমূল সংগঠন। বহু জায়গায় সাংগঠনিক রদবদল আসতে পারে। পরিবর্তন হতে পারে পুর-প্রশাসনেও। নজরে মালদহও। জেলা তৃণমূল সংগঠনে বড়সড় রদবদল হতে পারে বলে জানা যাচ্ছে।

Next Article