কলকাতা : একবার নয়, কম সময়ের মধ্যে পরপর বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। সোমবারও কলকাতা আসার পথে কনভয়ে থাকা একটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। এবার এই ঘটনাকে আর স্বাভাবিক বলে মানতে নারাজ বিজেপি। এবার তাই আদালতের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির। পরপর একই ধরনের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হবে বলে সূত্রের খবর। শুভেন্দুর কনভয় দুর্ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছে বিজেপি।
ঘটনা ১- প্রথম ঘটনাটি ঘটে জুলাই মাসের শুরুতে। শুভেন্দু তাঁর বাড়ি অর্থাৎ শান্তিকুঞ্জ থেকে বেরনোর পরই তাঁর কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই গাড়িতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আহত হয়েছিলেন। গাড়িতে ধাক্কা মেরেছিল একটি ট্রাক।
ঘটনা ২- জুলাই মাসেই পরের ঘটনাটি ঘটে কলকাতায়। রাতের দিকে, তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে কালিকাপুরের সার্ভে পার্কের কাছে। কালিকাপুর থেকে রুবির দিকে যাচ্ছিল শুভেন্দুর সেই কনভয়। শুভেন্দুর গাড়ির পিছনে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি।
ঘটনা ৩- গতকাল, সোমবার দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের ওপর ফের ঘটে দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে শুভেন্দুর একটি গাড়ির। গাড়িতে ছিলেন চার জওয়ান, তাঁরা আহত হন।
এই সব দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, ‘বিরোধী দলনেতাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নয় তো?’ তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বিরোধী শূন্য রাজনীতি করতে চান। কোনও ভাবে বিরোধী দলনেতাকে সরানোর চেষ্টা হচ্ছে না তো? অথবা কোনও ক্ষতি করার চেষ্টা করছেন না তো?
তবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপির এই দাবিকে সস্তার রাজনীতি বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতার বিমান দিল্লি থেকে ফেরার সময় যখন বিপদের মুখে পড়েছিল, তখন সেটা ষড়যন্ত্র নয়? কুণাল ঘোষের দাবি, পূর্ব মেদিনীপুরের সরু রাস্তায় দ্রুতগতিতে ছু়টে যাচ্ছিল কনভয়। উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। আদালতে গিয়ে বিজেপির ‘সস্তার রাজনীতি’ করতে চাইছেন বলে মন্তব্য করেন তিনি। তবে দ্রুত বিজেপির তরফে মামলা দায়ের করা হবে বলে সূত্রের খবর।