Asansol CBI Court: ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে’, হুমকি চিঠি পেলেন বিচারক

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 23, 2022 | 4:50 PM

Anubrata Mondal Case: গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। বুধবরাই তাঁকে আদালতে পেশ করার কথা। তার আগেই গেল এই হুমকি চিঠি।

Asansol CBI Court: অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে, হুমকি চিঠি পেলেন বিচারক
বিচারককে হুমকি চিঠি

Follow Us

কলকাতা : আসানসোল সিবিআই আদালতে চলছে গরু পাচার সংক্রান্ত মামলা। বুধবারই সেই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার কথা। তার আগেই নজিরবিহীন-কাণ্ড। সিবিআই আদালতের বিচারকের কাছে পৌঁছল হুমকি চিঠি। জামিন না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, চিঠিতে এমনটাই লেখা হয়েছে বলে অভিযোগ।

বিচারক রাজেশ চক্রবর্তীকে এই হুমকি চিঠি দেওয়া হয়েছে। তিনি সিবিআই-এর বিশেষ বিচারক। জনৈক বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি ওই চিঠি দিয়েছেন বলে অভিযোগ। চিঠি পাওয়ার পর সে বিষয়ে রেজিস্ট্রারকে অভিযোগ জানিয়েছেন বিচারক। বাপ্পা নামে ওই ব্যক্তি চিঠিতে যা লিখেছেন, তার মর্মার্থ অনেকটা এরকম, অনুব্রতকে জামিন না দেওয়া হলে এনডিপিএস তথা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারক ও তাঁর পরিবারকে। প্রথমে জেলা আদালতে ও পরে কলকাতা হাইকোর্টে চিঠির কথা জানিয়েছেন বিচারক। তবে এই হুমকিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিচারক রাজেশ চক্রবর্তী। তাঁর দাবি, এই ধরনের বড় মামলায় এমন ঘটনা ঘটেই থাকে।

অনুব্রতর অন্যতম আইনজীবী অনিন্দ্য গুহ ঠাকুরতা এই প্রসঙ্গে বলেন, ‘আমি এই ঘটনায় নিন্দা প্রকাশ করছি। একজন বিচারককে সম্মান প্রদর্শন করা উচিৎ। যাঁরা এই কাজ করেছেন, তাঁদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়া হোক।’ তাঁর দাবি, আজ পর্যন্ত এমন ঘটনা শোনেননি তিনি। তাঁর কথায়, এতে নিন্দা জানানোর কোনও ভাষা নেই। এতে বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও মনে করেন তিনি।

আর এক আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মতে, আগেও মিথ্যা মামলায় বহু মানুষকে ফাঁসিয়েছেন অনুব্রত, এবারও সেটাই করতে চাইছেন। তাঁর দাবি, অনুব্রত মণ্ডলের বিচার এ রাজ্যে থেকে সম্ভব নয়। তাঁর দাবি, যিনি হুমকি দিয়েছেন তিনি অনুব্রত ঘনিষ্ঠ কোনও ব্যক্তিই হবেন। তাঁর মতে, প্রকৃত বিচারের জন্য অনুব্রতকে তিহার জেলে পাঠানৌ উচিত। তরুণজ্যোতি তিওয়ারি আরও দাবি করেন, বিচার ব্যবস্থার ওপর প্রভাব খাটানোর এমন চেষ্টা আগেও করেছে তৃণমূল।

এ প্রসঙ্গে বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘নতুন ঘটনা নয়। আগে অনেক বিচারক এমন অভিযোগ করেছেন। তাঁদের হুমকি দেওয়া হয়।’ এ ভাবে তৃণমূলের আমলে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য , গত শনিবার আসানসোল সিবিআই আদালত ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে অনুব্রতকে। সেই মতো বুধবার তাঁকে ফের আদালতে তোলা হবে। সে ক্ষেত্রে এই হুমকি চিঠি সিবিআই-এর একটা বড় হাতিয়ার হতে পারে বলে মনে করা হচ্ছে।

Next Article