Accident: ডিভাইডার টপকে উল্টোদিকের লেনে উঠে গেল লরি, দ্বিতীয় হুগলি সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা

Abdul Aziz | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 21, 2024 | 5:30 AM

Accident: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতার দিকে যাচ্ছিল পণ্য বোঝাই একটি লরি। ডিভাইডার টপকে আচমকা ঢুকে পড়ে সেটি অন্যদিকের লেনে। তখনই কলকাতার দিক থেকে উল্টোপথে যাচ্ছিল অন্য একটি লরি।

Accident: ডিভাইডার টপকে উল্টোদিকের লেনে উঠে গেল লরি, দ্বিতীয় হুগলি সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা। আবারও বেররোয়া গতির জেরে হল মৃত্যু। গুরুতর জখম তিনজন। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। দুটি লরির মুখোমুখি সংঘর্ষের জেরেই ঘটে দুর্ঘটনা। লরির সামনে অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শুধু লরিদুটিই নয়, দুর্ঘটনার কবলে পড়ে আরও তিনটি গাড়ি। ঘটনার পরই ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতার দিকে যাচ্ছিল পণ্য বোঝাই একটি লরি। ডিভাইডার টপকে আচমকা ঢুকে পড়ে সেটি অন্যদিকের লেনে। তখনই কলকাতার দিক থেকে উল্টোপথে যাচ্ছিল অন্য একটি লরি। মুখোমুখি সংঘর্ষ হয় দুটো লরির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘাতক লরির চালকের। গুরুতর আহত হন আরও তিনজন। তাঁদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনায় ক্ষতিগ্রস্ত আরও তিনটি গাড়ি। হুগলি সেতুর উপর এই দুর্ঘটনার জেরে ১ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেন। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগে। দুটি লরিই অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কয়েকদিন আগেই মা উড়ালপুলে মুখোমুখি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সতর্কতা সত্ত্বেও বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।

Next Article