Mamata Banerjee: ‘রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে’, মমতার চিঠির ২৪ ঘণ্টা কাটার আগেই উত্তর দিল কেন্দ্র

Deeksha Bhuiyan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 20, 2024 | 11:47 PM

Mamata Banerjee: মন্ত্রকের আরও দাবি, ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যে পরিমাণ জল ছাড়ার পরিকল্পনা হয়েছিল রাজ্যের অনুরোধে, তার থেকে ৫০ শতাংশ কম জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ১৬ এবং ১৭ সেপ্টেম্বর বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

Mamata Banerjee: রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে, মমতার চিঠির ২৪ ঘণ্টা কাটার আগেই উত্তর দিল কেন্দ্র
বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বাংলায় বন্যা পরিস্থিতির জন্য DVC-কে দুষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টাও কাটল না। চিঠির উত্তর দিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। চিঠিতে দাবি করা হয়েছে, রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই প্রতিবার জল ছাড়া হয়েছে।

মন্ত্রকের বক্তব্য, মাইথন এবং পাঞ্চেত বাঁধ ‘দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি’ নামক একটি কমিটির দ্বারা পরিচালিত হয়। সেই কমিটিতে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সরকারের ইঞ্জিনিয়াররাও রয়েছেন। এই কমিটির সম্মতি নিয়েই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

মন্ত্রকের আরও দাবি, ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যে পরিমাণ জল ছাড়ার পরিকল্পনা হয়েছিল রাজ্যের অনুরোধে, তার থেকে ৫০ শতাংশ কম জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ১৬ এবং ১৭ সেপ্টেম্বর বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। চিঠিতে মাইথন এবং পাঞ্চেত জলাধারের সংস্কারের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেরও উল্লেখ রয়েছে জলশক্তি মন্ত্রকের চিঠিতে। মন্ত্রকের যুক্তি, মুখ্যমন্ত্রী যে সংস্কারের কথা বলেছেন তা প্রযুক্তিগতভাবে বা অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

তবে পলি সরানোর প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। বন্যার ক্ষয়ক্ষতি কমানোর ব‌্যাপারে রাজ্য সরকারের দেওয়া প্রস্তাবগুলি বিবেচনা করা হচ্ছে। শুক্রবার প্রধানমন্ত্রীকে চার পাতার চিঠি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বানভাসি এলাকা খতিয়ে দেখে বারবারই মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এটা ‘ম্যান মেড বন্যা’। DVC না জানিয়েই জল ছেড়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতি পাল্টা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক দাবি করল, রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে।

Next Article