কলকাতা : কারও নাম করলেন না। কিন্তু, বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এবং গেরুয়া শিবিরের বহিষ্কৃত দিল্লি মিডিয়া প্রধান নবীন জিন্দলের মন্তব্যের নিন্দা করে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ এই নিয়ে তিনি একাধিক টুইট করেন। সেই টুইটে বিজেপির কয়েকজন নেতা-নেত্রীর ‘বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব’ মন্তব্যের নিন্দা করে তাঁদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানালেন। একইসঙ্গে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।
কয়েকদিন আগে একটি বিতর্কসভায় নূপুর শর্মার একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়। তারপর প্রায় একই কথা টুইট করেন নবীন জিন্দল। তাঁদের এই মন্তব্য নিয়ে বিতর্ক বাধে। তারপরই নূপুরকে সাসপেন্ড করে বিজেপি। আর নবীন জিন্দলকে বহিষ্কার করা হয়। এই দুই নেতা-নেত্রীর বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিলেও বিতর্ক থামেনি। বিশ্বের একাধিক দেশ সেখানকার ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে নিজেদের আপত্তির কথা জানায়।
এবার বিষয়টি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি তিনটি টুইট করেন। একটি টুইটে তিনি বলেন, ‘এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়।’
আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। (১/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022
পরের টুইটে নাম না করে নূপুর-নবীনদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক।’
শেষ টুইটে সব মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মমতা। তিনি লেখেন, ‘আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।’