Ration Scam: বাকিবুরের প্রযোজিত সিনেমায় অর্পিতার বিপরীতে অভিনয়, কী বলছেন নাইজেল?
Bakibur Rahaman Movie: ২০১৩ সালে বাকিবুরের প্রযোজনায় নির্মিত হয়েছিল ম্যানগ্রোভ নামে একটি সিনেমা। সেই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার বিপরীতে অভিনয় করেছিলেন নাইজেল আকারা।
কলকাতা: রেশন দুর্নীতির তদন্তে ইডি আসরে নামতেই উঠে আসতে শুরু করেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুর রহমানের শুধু চালকল-আটাকল, হোটেলের ব্যবসাই ছিল না, টলিউডেও টাকা ঢেলেছিলেন তিনি। ২০১৩ সালে বাকিবুরের প্রযোজনায় নির্মিত হয়েছিল ম্যানগ্রোভ নামে একটি সিনেমা। সেই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার বিপরীতে অভিনয় করেছিলেন নাইজেল আকারা। সিনেমায় দেখা গিয়েছিল টলিউড ইন্ডাস্টির আরও অনেক পরিচিত মুখকে।
বাকিবুরের প্রযোজনায় নির্মিত ম্যানগ্রোভ সিনেমার বিষয়টি প্রকাশ্যে আসার পর টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা নাইজেল আকারার সঙ্গে। টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ নাইজেল। বিভিন্ন সিনেমায় তাঁর অভিনয়শৈলী ভীষণভাবে প্রশংসিত হয়েছে। ম্যানগ্রোভের বিষয়টি নিয়ে কী বলছেন তিনি? কীভাবে দেখছেন গোটা বিষয়টি? নাইজেলের অবশ্য সোজাসাপ্টা বক্তব্য, তিনি বিভিন্ন সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন। সেক্ষেত্রে কোন সিনেমার প্রযোজক কে, অভিনেতারা অনেকক্ষেত্রেই তাঁদের চেনেন না। নাইজেলের কথায়, “কে কালো টাকা সাদা করার জন্য ছবি করছে, বা কে অন্যান্য বড় প্রযোজনা সংস্থা যেমন ছবি করে, সেরকম করছে… সেটা আমরা জানি না। আমরা কাজ করি, পারিশ্রমিক পাই। এর বেশি আর কিছু জানি না।”
বাকিবুরের প্রযোজিত সিনেমায় অভিনয়ের প্রসঙ্গেও টিভি নাইন বাংলায় জানিয়েছেন নাইজেল। তাঁর বক্তব্য, “ব্যক্তিগতভাবে বাকিবুর রহমানকে চিনি না। বহুদিন আগে ম্যানগ্রোভ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সেখানে উনি প্রযোজক ছিলেন।”