বিজেপিতে যাচ্ছি না, নিজেকে তুচ্ছ মনে হচ্ছে: সোহিনী
বর্তমান রাজনৈতিক পরিবেশকে কাঠগড়ায় তুলে জল্পনা উস্কে দিয়ে সোহিনী বলেছেন, "এই পেশার সঙ্গে আমি কতদিন জড়িয়ে থাকতে পারব জানি না।"
সোহিনীর কথায়, “আমি পেশায় অভিনেত্রী এবং আর পাঁচজনের মতো সাধারণ মানুষ। এটাই আমার পরিচয়। রাজনৈতিকভাবে কোনও দলে যোগ দেওয়ার ইচ্ছে আমার ছিল না, এখনও নেই। ভুয়ো খবরে কান দেবেন না। জানি না কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে।” লাইভে এসে অভিনেত্রী আরও বলেন, “আমি কোনও উদ্দেশ্য নিয়ে অভিনয় করি না। কাজটা সৎভাবে করার চেষ্টা করি। কোনও স্বার্থসিদ্ধির জন্য অভিনয়ে আসিনি।”
তবে বর্তমান রাজনৈতিক পরিবেশকে কাঠগড়ায় তুলে জল্পনা উস্কে দিয়ে সোহিনী বলেছেন, “এই পেশার সঙ্গে আমি কতদিন জড়িয়ে থাকতে পারব জানি না।” কারণ জানিয়ে তাঁর ব্যাখ্যা, “এই মুহূর্তে ভারতের রাজনৈতিক পরিবেশ যেরকম আকার নিয়েছে, রাজনৈতিক নেতারা যা খেল দেখাচ্ছেন এবং যা অভিনয় করছেন, তাতে নিজেকে খুবই তুচ্ছ মনে হচ্ছে। আমরা কিছুই অভিনয় পারি না। তাঁরা যে ধরনের বক্তব্য রাখছেন তাতে সিরিয়াল বা সিনেমার থেকেও অনেক বেশি মনোরঞ্জন হচ্ছে।”
আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন যশ, সৌমিলি, পাপিয়া
ইদানীং যে রাজনৈতিক নেতারা দলবদল করছেন, তাঁদের বেশিরভাগের দাবি, ‘মানুষের জন্য কাজ করতেই’ এই সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন। দলবদলু নেতাদের এই তত্ত্বকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সোহিনী। কোনও রাখঢাক না রেখে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, “মানুষের ভাল করতে গেলে রাজনীতি করতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। আমি রাজনীতি করতে চাইলে করতেই পারি। কিন্তু, মানুষের ভাল করতে চেয়ে রাজনীতি করা আসলে মানুষকেই দিকভ্রষ্ট করে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা।”
দেখুন সোহিনীর ফেসবুক লাইভ…