Higher Secondary Exam: ১১ বছর পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস, শনিতে উচ্চ পর্যায়ের বৈঠকে সংসদ

সুমন মহাপাত্র | Edited By: জয়দীপ দাস

Dec 15, 2023 | 10:11 PM

Higher Secondary Exam: বৈঠকে শিক্ষা সংসদের সভাপতি-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিষয় বিশেষজ্ঞরা থাকবেন বলে জানা যাচ্ছে। যে সমস্ত নয়া বিষয় যোগ করা হচ্ছে, সঙ্গে পুরনো বিষয়গুলি নিয়ে নতুন করে মতামত দেবেন তাঁরা। সমগ্র আলোচনা শেষে সিলেবাস কমিটির অনুমতিক্রমে মুদ্রনে যাবে নতুন সিলেবাস।

Higher Secondary Exam: ১১ বছর পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস, শনিতে উচ্চ পর্যায়ের বৈঠকে সংসদ
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: উচ্চমাধ্যমিকের সিলেবাস বদলের খবরটা আগেই মিলেছিল। তা নিয়ে চাপানউতোরও চলছিল শিক্ষামহলের অন্দরে। পড়েছে চূড়ান্ত সিলমোহরও। এবার তা নিয়েই হতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠক। শনিবার বেলা ১ টা থেকে এই বৈঠক হওয়ার কথা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিদ্যাসাগর ভবনে। 

বৈঠকে শিক্ষা সংসদের সভাপতি-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিষয় বিশেষজ্ঞরা থাকবেন বলে জানা যাচ্ছে। যে সমস্ত নয়া বিষয় যোগ করা হচ্ছে, সঙ্গে পুরনো বিষয়গুলি নিয়ে নতুন করে মতামত দেবেন তাঁরা। সমগ্র আলোচনা শেষে সিলেবাস কমিটির অনুমতিক্রমে মুদ্রনে যাবে নতুন সিলেবাস। ১১ বছর আগে শেষবার বদলেছিল সিলেবাস। তবে করোনাকালে সিলেবাসে কিছুটা কাটছাঁট করা হয়েছিল। 

এবার ৪৭ টি বিষয়ে সিলেবাস পরিবর্তনে উদ্যোগী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্য়মিকের পাঠ্যসূচিতে আসতে পারে ডেটা সায়েন্স (Data Science) ও আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই। এ কথা আগেই শোনা গিয়েছিল। গত বছরের নভেম্বরে এ কথা জানিয়েছিলেন চ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে ডেটা সায়েন্স বিষয়টির নাম কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স হতে পারে বলেও শোনা গিয়েছিল। যদিও তখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

যদিও এই দুই বিষয় নিয়ে পড়াশোনার পরিকাঠামো বাংলার স্কুলগুলিতে কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তা ছাড়াও আরও একাধিক বিষয়ের সিলেবাস পরিবর্তন হতে চলেছে। অন্যদিকে এবারই আবার একাদশ ও দ্বাদশে আসছে সেমেস্টার সিস্টেম আসতে চলেছে বলে আগে শোনা গিয়েছিল। চালু হতে পারে ওএমআর সিটও। সূত্রের খবর, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পরীক্ষা মোট ২ দফায় হতে চলেছে। 

Next Article