কলকাতা: রাজ্যে কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে। ২৯টি আসনে জয় পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের এই জয়ের পর শনিবার নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে কালীঘাটে। বিকেল চারটের সময় হবে মিটিং। উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের হবু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ এই বৈঠকে ২৯ জন সাংসদ ছাড়াও জেলা সভাপতি এবং দলের শীর্ষ নেতৃত্বের ডাক পড়েছে। তৃণমূল সূত্রে খবর, যে যে জায়গায় দল হেরে গিয়েছে তার কারণ পর্যালোচনা করা হতে পারে। সংগঠনের যে ত্রুটি- বিচ্যুতি সামনে এসেছে, সেই সম্পর্কে মূল্যায়ন করে দলের পদাধিকারীদের কর্তব্য জানাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নব নির্বাচিত সাংসদদের ভূমিকা কী হতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সাধারণত নির্বাচনের পর এই ধরনের বৈঠক হয় । তবে এবার যেন বাড়তি গুরুত্ব রয়েছে। কারণ তৃণমূল দিল্লির রাজনীতিতে এই মুহূর্তে এক প্রাসঙ্গিক শক্তি। ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক। তাই দিল্লির রাজনীতিতে আগামীর রোড ম্যাপ কী তা নিয়েও আলোচনা হওয়ার কথা আজ।