কলকাতা: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দিতে দেখা দিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকে। এবার সোশ্যাল মিডিয়ায় ‘ওল্ড ইজ গোল্ড’ পোস্ট করলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি নেতা বোঝাতে চেয়েছেন পুরোনো কর্মীরাই দলের সম্পদ। তবে এই প্রথম নয়, এর আগে দিলীপ মন্তব্য করেছিলেন, পুরনোদের বাদ দিলে বিজেপি পার্টিটাই থাকবে না।
একটি সাক্ষাৎকারে দিলীপকে বলতে শোনা যায়, “সব সময় ওল্ট ইজ গোল্ড। পুরনোদের ছেড়ে দিলে বিজেপি আর বিজেপি থাকবে না। রাজ্যে দল হেরেছে। সেই জন্য অনেকের মন বিচলিত হয়ে আছে। আমরা এইভাবে এগোচ্ছিলাম হঠাৎ আটকে গেল কেন? কমে গেল কেন। চিন্তা হওয়া উচিৎ।”
— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) June 8, 2024
প্রসঙ্গত, হারের পর থেকেই বিজেপি এই নেতাকে কখনও বলতে শোনা গিয়েছে ‘রাজনীতিতে কাঠি হাতে ঘোরার লোকের অভাব নেই’ কখনও আবার বলেছেন যাঁরা তাঁর কেন্দ্র পরিবর্তন করেছেন তাঁদের ভাবতে হবে। কখনও আবার বুঝিয়ে দিয়েছেন এই পরাজয়ের দায় তাঁর নয়। দিলীপ ঘোষ বলেছেন, “রাজনীতি করতে গেলে দায় তো নিতেই হবে। জিতলে মালা পরব, আর হারলে… যত দোষ দিলীপ ঘোষ! দু-তিনবার তো আমার ঘাড়ে চাপানো হল, এবার কোনও ঘোষকে পাওয়া যায় দেখি।” তবে দিলীপ কিন্ত একা নন, তাঁর সুরে সুর মিলিয়েছেন রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। তিনিও ‘কাঠিবাজি’ মন্তব্য দিলীপকে সমর্থন করে বলেছেন, “রাজনীতিতে কাঠিবাজি থাকবে, সেটাই চিরন্তন সত্য। ভোট ঘোষণার পর শেষ মুহূর্তে এক জন প্রার্থীর আসন বদল কোনও দলের পক্ষেই কাম্য নয়।” এমনকী তাঁকে সমর্থন করেছেন বিষ্ণপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-ও। ফলে নির্বাচনের ফল ঘোষণার পর বঙ্গ বিজেপি-তে চিড় ধরছে কি না সেটি স্পষ্ট না হলেও দিলীপের হার যে মেনে নিতে পারছেন না বিজেপি একাংশ নেতারা সে বিষয় ক্রমেই প্রকাশ্যে আসছে।