কলকাতা: ইউসুফের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অধীর দুর্গ। ২৫ বছর পর বহরমপুর হাত ছাড়া হয়েছে অধীর চৌধুরীর। হেরেছেন প্রায় ৮০ হাজার ভোটে। এবারের সেই হারের ময়নাতদন্ত করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কাঠগড়ায় তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে স্পষ্টতই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ করলেন। সাফ বললেন মমতার মেরুকরণের রাজনীতির কাছেই হারতে হয়েছে তাঁকে। আজ না হয় কাল তা বুঝবে জেলার মানুষ।
মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে অধীরের একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানেই জেলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মমতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গেল বহরমপুরের প্রাক্তন সাংসদকে। বললেন, “আমি হারতে পারি। কিন্তু আমার রাজনীতি আমার ভাবনা আদর্শ হারিয়ে যাবে না। মুর্শিদাবাদে বড় হয়েছি। হিন্দু মুসলমান সকলকে শ্রদ্ধা করে জীবনে বড় হতে শিখেছি, রাজনীতি করেছি। এ জিনিস মুর্শিদাবাদে ছিল না যা মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করলেন।”
এখানেই না থেমে মমতার বিরুদ্ধে আরও সুর চড়িয়ে অধীর বলেন, “তিনি যে কতবড় ভয়ঙ্কর খেলা খেলেছেন বহরমপুর লোকসভায় সেটা আগামিদেন মানুষ টের পাবে। যে কারণে আমাকে হারতে হয়েছে।” যদিও অধীর এও বলেন, “আমি বহরমপুরের মানুষকে ছেড়ে চলে যাব না, মুর্শিদাবাদের মানুষকে ছেড়ে চলে যাব না। আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা। আমি আমার জায়গাতেই থাকব। আজ নয় কাল প্রমাণ করে দেব আপনি একজন ভয়ঙ্করী। সাম্প্রদায়িক মেরুকরণ করতে হয়েছে আপনাকে নির্বাচনে জেতার জন্য।”