Kolkata airport : অন্তর্বাসের পর মোজার ভিতরে সোনা লুকিয়ে পাচারের ছক, কলকাতা বিমানবন্দরে আটক ২

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 20, 2023 | 10:07 PM

Kolkata airport : বিগত কয়েক মাসে লাগাতার সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে। এবার মোজার ভিতর থেকে উদ্ধার প্রচুর সোনা।

Kolkata airport : অন্তর্বাসের পর মোজার ভিতরে সোনা লুকিয়ে পাচারের ছক, কলকাতা বিমানবন্দরে আটক ২

Follow Us

কলকাতা : একদিন আগেই অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার হয়েছিল সোনার পেস্ট। কলকাতা (Kolkata) বিমানবন্দরে (Kolkata Airport) আটক করা হয়েছিল দুই যাত্রী। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা উদ্ধার (Gold Recovery)। সূত্রের খবর, বিশেষভাবে সক্ষম এক যাত্রীর মোজার ভেতরে লুকানো ছিল প্রায় ২০০ গ্রাম সোনা। যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ২৭ হাজার টাকা। এ ঘটনায় আটক করা হয়েছে দুই যাত্রীকে।  শুল্ক দফতর সূত্রে খবর, ইন্ডিগোর বিমানে ছিলেন বিশেষভাবে সক্ষম মনোজ সাহানি ও তাঁর সহযাত্রী শৈলেশ নিষাদ। বিমানটি এদিন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখান থেকেই ফের যাত্রা করার কথা ছিল গোরখপুরের উদ্দেশে।

সূত্রের খবর, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার করে দেশীয় টার্মিনাল থেকে ট্রানজিট করে ইন্ডিগোর বিমান ৬ই ৭১৭৫ গোরখপুরের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য চার নম্বর ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখনই ওই দুই যাত্রীর সন্দেহজনকভাবে গতিবিধি লক্ষ্য করেন নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা। মনোজ সাহানিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। চলে তল্লাশি। 

তল্লাশি চালার সময়েই তাঁর জামা এবং মোজার ভেতরে চারটি সোনার চেইন এবং ছটি আংটি উদ্ধার করে যার ওজন ৭৩ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৯৬ হাজার টাকা। তবে কোথা থেকে এত সোনা তাঁর কাছে এল সে বিষয়ে কোনও সদুত্তর মেলেনি বলে জানা যাচ্ছে। এদিকে সেই সময় সুযোগ বুঝে সহযাত্রী শৈলেশ নিষাদ অন্যত্র গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, নিরাপত্তারক্ষীদের নজর এড়াতে পারেননি। নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ফুটেজ দেখে ওই যাত্রীকে চিহ্নিত করা হয়। ওই যাত্রীর কাছ থেকে একটি চেইন দুটি আংটি এবং একটি ব্রেসলেট উদ্ধার হয়। যার ওজন আনুমানিক ১৩৩ গ্রাম। এরপরই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা ডাক দেন এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকদের। বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া স্বর্ণলঙ্কার। দুই যাত্রীকেই জিজ্ঞাসাবাদ শুরু করছে শুল্ক দফতরের তদন্তকারী আধিকারিকরা। ওয়াকিবহাল মহলের মত, পাচারের উদ্দেশেই এই সোনা নিয়ে আসা হচ্ছিল। এদিকে লাগাতার বিমানবন্দর থেকে সোনা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলেও। 

Next Article