কলকাতা: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। শুক্রবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল বেশ কিছু সময়ের জন্য। এরইমধ্যে আবার রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, সিগন্যালিংয়ের কাজ ও ওভারহেডের কাজের জন্য ট্রেন বাতিল হতে চলেছে হাওড়াতে। রবিবার ২৯ অক্টোবর বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন। সে কারণেই হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, খানা-গুমানি সেকশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিনই রেলের তরফে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে।
বাতিলের তালিকায় থাকছে
হাওড়া থেকে 36825, 36827, 37363
বর্ধমান থেকে 36842, 36844
ব্যান্ডেল থেকে 37749
কাটোয়া থেকে 37748, 03095
আজিমগঞ্জ থেকে 03096
আরামবাগ থেকে: 37364
একইসঙ্গে হাওড়া ও রামপুরহাট থেকে বেশ কিছু ট্রেনের যাত্রার সময়সূচিতে বেশ কিছু বদল আনা হয়েছে। অন্যদিকে 13015 হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস, 03112 গোড্ডা – শিয়ালদহ মেমু স্পেশাল, 37361 হাওড়া – আরামবাগ লোকালের যাত্রাপথেও বদল আনা হয়েছে।