Suvendu Adhikari: ‘বিরোধী দলনেতার কাজ করছি’, বালুর যড়যন্ত্রের তত্ত্বের পাল্টা শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Oct 27, 2023 | 10:17 PM

Suvendu Adhikari: এদিন শুভেন্দু বলেন, “২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দু'জন বিরোধী দলনেতা ছিলেন। একজন কংগ্রেসের, একজন সিপিএমের। ওই সময় সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। কারণ আপনারা সেটিং করে নিতেন। এখন বিজেপির বিরোধী দলনেতা আছে। তাই আমি আমার আওয়াজ তুলছি।”

Suvendu Adhikari: ‘বিরোধী দলনেতার কাজ করছি’, বালুর যড়যন্ত্রের তত্ত্বের পাল্টা শুভেন্দুর
জ্যোতিপ্রিয় মল্লিক ও শুভেন্দু অধিকারী
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মুখে শোনা গিয়েছে যড়যন্ত্রের কথা। শুক্রবার ভোররাতে গাড়িতে ওঠার সময় চিৎকার করে বলেছিলেন সে কথা। সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময়েও শোনা যায় সেই যড়যন্ত্রের কথা। কিন্তু কে করেছে? বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জোর গলায় উত্তর দিয়েছিলেন, ‘ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী।’ এবার পাল্টা তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “ডাকাতিটা কে করেছে? এটা আমাদের প্রশ্ন। বিজেপি কি যড়যন্ত্র করেছে? বিরোধী দলনেতা তাঁর কাজ করেছেন। ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুটো বিরোধী দলনেতা ছিল। একটা কংগ্রেস, একটা সিপিএমের। ওই সময় আপনাদের সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। কারণ আপনারা সেটিং করে নিতেন। এখন বিজেপির বিরোধী দলনেতা আছে। তাই আমি আমার আওয়াজ তুলছি। ৬ কোটি লোক এই চাল আর গমের উপরে নির্ভর করছে। ভারত সরকার এ জন্য টাকা দিচ্ছে। তাহলে আপনারাই বলুন আমরা কী যড়যন্ত্র করেছি? আমরা এই চুরির প্রতিবাদ করেছি। তদন্তকারী সংস্থা নিরপেক্ষভাবে কাজ করছে। বাকিবুর রহমান যদি সব বমি করে ফেলে তার দায় কী বিজেপির।”  

এরপরই মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে তাঁকেও তদন্তের আওতায় আনার দাবি জানান শুভেন্দু। বলেন, “ক্যাবিনেটের ভাল হলে সেটা যেমন মুখ্যমন্ত্রীর ক্রেডিট, তেমনই ক্যাবিনেটে দুর্নীতি হলে এর দায় তাঁর। তাই মুখ্যমন্ত্রীকে এই তদন্তের আওতায় আনার দাবি ভারতীয় জনতা পার্টি করছে।”

Next Article