কলকাতা: ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত খড়গপুর শাখায় বাতিল থাকছে ২০২টি লোকাল ট্রেন। কাজ চলবে আন্দুল স্টেশনে। সে কারণে ঘুরপথে চলবে বহু দূরপাল্লার ট্রেনও। বাতিলও থাকছে কিছু ট্রেন। ইতিমধ্যেই বিবৃতি জারি করে সে কথা জানিয়ে দিয়েছে রেল। এদিকে কিছুদিন আগেই শিয়ালদহেও টানা চলেছিল কাজ। বাতিল থেকেছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন। এবার ফের ফিরতে চলেছে ভোগান্তির সেই চেনা ছবিটা। ব্রিজের কাজ হবে। সে কারণে শিয়ালদহ শাখার দমদম জংশন-বারাসাত বিভাগে মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ২৯ তারিখ রাত থেকে পাওয়ার ব্লক থাকবে বলে জানা যাচ্ছে। সে কারণেই আপ-ডাউন মিলিয়ে বেশ কিছু লোকাল বাতিলের ঘোষণা করে দিয়েছে রেল।
শনিবার বাতিল থাকছে…
বনগাঁ-শিয়ালদহ: ডাউন 33856, 33860, আপ 33861, 33863
হাসনাবাদ-শিয়ালদহ: ডাউন 33538, আপ 33533
রবিবার বাতিল খাতায় থাকছে..
হাসনাবাদ-শিয়ালদহ: ডাউন 33512/ আপ 33513
বনগাঁ-শিয়ালদহ: ডাউন 33812, 33814, 33818, 33820/ আপ 33811, 33813, 33815, 33817
দত্তপুকুর-শিয়ালদহ: ডাউন 33612, 33616, 33618, 33620/ আপ 33613, 33615।
লক্ষ্মীকান্তপুর-নামখানা: ডাউন 34924/ আপ 34923
মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর: ডাউন 30712/ আপ 30711
বনগাঁ-মাঝেরহাট: ডাউন 30342
হাবড়া-শিয়ালদহ: ডাউন 33652/ আপ 33651
বিবিডি বাগ-কৃষ্ণনগর সিটি: আপ 30145
মাঝেরহাট-বারাসাত: আপ 30351
মাঝেরহাট-মধ্যমগ্রাম: আপ 30357/ ডাউন 30358
বারাসত-বনগাঁ: আপ 33361
বারাসত-শিয়ালদহ: ডাউন 33432, 33434/ আপ 33431, 33435, 33439
বারাসত-দত্তপুকুর: আপ 33357
একইসঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে। পাশাপাশি কিছু ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।