Agnimitra Paul: ‘হিংসা’ নিয়ে রিপোর্ট দিয়েছিলেন, সেই আনন্দ বোসের মুখেই রাজ্যের প্রশংসা? প্রশ্ন অগ্নিমিত্রার

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 10, 2023 | 9:06 PM

Agnimitra Paul: যিনি রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিয়েছিলেন, তিনি কীভাবে আইন-শৃঙ্খলার প্রশংসা করলেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিধায়ক।

Agnimitra Paul: হিংসা নিয়ে রিপোর্ট দিয়েছিলেন, সেই আনন্দ বোসের মুখেই রাজ্যের প্রশংসা? প্রশ্ন অগ্নিমিত্রার
রাজ্যপাল প্রসঙ্গে অগ্নিমিত্রা

Follow Us

কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় তাঁর ভাষণে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশংসা করেছেন। আর তাতেই আপত্তি বিজেপির। বাজেট অধিবেশনের শুরুতে সেই ভাষণের পরই বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিধায়কেরা। রাজ্যপালের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এদিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে এনেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, সেই ঘটনা খতিয়ে দেখতে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপোর্ট দিয়েছিল, সেই টিমেই ছিলেন সিভি আনন্দ বোস। তাই তিনি কীভাবে আইন শৃঙ্খলার প্রশংসা করলেন, সেই প্রশ্নই তুলেছেন অগ্নিমিত্রা।

শুক্রবার বিধানসভায় অগ্নিমিত্রা বলেন, ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য হয়ে বলেছিলেন রাজ্যের আইন পরিস্থিতি খারাপ। আর তিনিই রাজ্যপাল হয়ে বললেন, খুব ভাল আইন শৃঙ্খলা। তাঁকে দিয়ে ভুল তথ্য বলানো হল।’ এ কথা শুনে সেই রিপোর্ট জমা দিতে বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট জমাও দেন অগ্নিমিত্রা।

এদিন বিধানসভা থেকে বেরিয়ে আসানসোলের বিধায়ক বলেন, ‘রাজ্যপাল সেদিন যা বলেছেন সেটা অসত্য। তাঁকে বলানো হয়েছে। ২০২১ -এর ২ মে-র পর রাজ্যে পরপর হত্যা চলছিল। তখন কেন্দ্রের যে টিম এসেছিল, তার সদস্য ছিলেন সিভি আনন্দ বোস। সেই টিমের রিপোর্টের ছত্রে ছত্রে বলা হয়েছে, হিংসার ঘটনা ঘটেছে। তাই আমি বলতে চেয়েছি, হাতে খড়ির আগে যা ছিল, হাতেখড়ির পর তার উল্টো। হাজার হাজার মানুষের জমি জালিয়াতি করে নেওয়া হচ্ছে, সেটা বলা হল না। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কথা লেখা হল না তো?’

বিধানসভায় এদিন অগ্নিমিত্রার বক্তব্যের পর তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘এর আগে রাজ্যপাল কোন কমিটির সদস্য হিসেবে কী বলেছেন, সেটা এখানে আলোচ্য বিষয় হতে পারে না। তিনি এখন রাজ্যপাল, তাঁর সম্পর্কে এসব বলা যায় না।’

উল্লেখ্য, বাজেট অধিবেশনের শুরুতে রীতি মেনেই ভাষণ পড়েছিলেন রাজ্যপাল। বিজেপি বিক্ষোভ দেখালেও বিচলিত না হয়ে পুরো ভাষণ শেষ করেন তিনি। এমনকী বিজেপির তরফে ‘রাজ্যপাল গদি ছাড়ো’ স্লোগানও তোলা হয়।

Next Article