PM Modi : চলছে রঙের প্রলেপ দেওয়ার কাজ, নমোর কলকাতা সফরের আগে শহর ঢাকছে নীল-সাদা কাপড়ে

PM Modi : নরেন্দ্র মোদীর সফরের আগে শহর কলকাতাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিকরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজে উঠছে কলকাতার নানা প্রান্ত।

PM Modi : চলছে রঙের প্রলেপ দেওয়ার কাজ, নমোর কলকাতা সফরের আগে শহর ঢাকছে নীল-সাদা কাপড়ে
নমো সফরের আগে সেজে উঠছে কলকাতা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 6:05 PM

কলকাতা: রাত পোহালেই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন হাওড়া স্টেশনে (Howrah Station)। কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নমোর একদিনের বঙ্গ সফর ঘিরে সাজ সাজ রব শহর কলকাতায়। অন্যদিকে মোদীর আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব বঙ্গ বিজেপির (BJP) আন্দরে। ইতিমধ্যেই মোদীর পোস্টারে ছেয়ে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ। তবে শহর সাজাচ্ছে মমতার সরকারও। মোদীর কলকাতা সফরের আগে নীল সাদা রঙের প্রলেপ ও নীল সাদা কাপড়ে রাস্তার দুধারে মুড়ে ফেলা হয়েছে। একইসঙ্গে হেস্টিংস, স্ট্র্যান্ড রোড, বাবুঘাট ছাড়াও শহরের বিভিন্ন স্ট্যাচু জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। 

মোদীর সফরের আগে শহর কলকাতাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিকরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজে উঠছে কলকাতার নানা প্রান্ত। হেস্টিংসে যেখানে মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে সেই এলাকায় সেজে উঠছে নতুন রূপে। দ্বিতীয় হুগলি সেতুর পাশের বর্ডারে চলছে নীল সাদা রঙের প্রলেপ দেওয়ার কাজ। পাশাপাশি নমোর কলকাতা সফরের আগে গোটা রাস্তাটাই মুড়ে ফেলা হচ্ছে নীল সাদা কাপড় দিয়ে। চূড়ান্ত কর্মব্যস্ততার মধ্যে এদিন দিনভর কাজ করলেন ঠিক শ্রমিকরা। 

প্রসঙ্গত, নতুন বছরের শুরু থেকেই বাংলার বুকে পথচলা শুরু করছে বন্দে ভারত এক্সপ্রেস। ১ জানুয়ারি থেকে সপ্তাহে বুধবার বাদে প্রত্যহ হাওড়া-নিউ জলপাইগুড়ি পর্যন্ত পরিষেবা মিলবে দেশের দ্রুততম ট্রেনের। ১৭০০ টাকা টিকিটে একবার এই ট্রেনে চড়ে বসলেই মাত্র ৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে জলপাইগুড়ি। দেশের অন্যান্য প্রান্তে আগে এই ট্রেনের পরিষেবা মিললেও বাংলায় ছুটত না ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার কোনও ট্রেন। এবার সেই ট্রেনে চড়েই মুহূর্তেই ভ্রমণপিপাসু বাঙালি ছুটে যেতে পারবে পাহাড়ের উদ্দেশে। অন্যদিকে উত্তরবঙ্গের মানুষেরও শহরে আসার পথ আরও সুগম হবে এই ট্রেনের হাত ধরে।