AIIMS job scam: কল্যাণী এমসে নিয়োগে দুর্নীতিতে ফের নিলাদ্রিশেখর দানাকে জেরা CID-র

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 19, 2023 | 1:15 PM

AIIMS job scam: কল্যাণীর এইমসে নিয়োগে 'দুর্নীতি'র অভিযোগে শেষবার অগস্টে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখরকে ভবানীভবনে তলব করা হয়েছিল। এর আগে তাঁর মেয়েকেও দু'দফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

AIIMS job scam: কল্যাণী এমসে নিয়োগে দুর্নীতিতে ফের নিলাদ্রিশেখর দানাকে জেরা CID-র
নিলাদ্রিশেখর দানা

Follow Us

কলকাতা: কল্যাণী এমসে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানার চাকরি সংক্রান্ত তদন্তে ফের তৎপর সিআইডি। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ফের বুধবার ভবানীভবনে তলব করা হয়। তিনি হাজিরাও দেন। এই নিয়ে নীলাদ্রি দু’বার সিআইডি দফতরে হাজিরা দিলেন। সিআইডি সূত্রে খবর, আগেরবারের বয়ানে অসঙ্গতি থাকায় বুধবার ফের তলব করা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই হাজিরায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন নীলাদ্রি। হাইকোর্ট তাঁকে হাজিরা দিতে বলেছে। তবে আদালতের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা।

কল্যাণীর এইমসে নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগে শেষবার অগস্টে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখরকে ভবানীভবনে তলব করা হয়েছিল। এর আগে তাঁর মেয়েকেও দু’দফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। মেয়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আবারও বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ১ এপ্রিল কল্যাণী এমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটার পদে যোগ দেন বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী। তিনি কাজে যোগ দেওয়ার কিছুদিন পর বিজেপিরই এক নেতা অভিযোগ করেন, মৈত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের সুপারিশে এমসে চাকরি পেয়েছেন। শুধু তিনিই নন, বরং মুর্শিদাবাদের এক চাকরিপ্রার্থীও বেনিয়মের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হন।

এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি। এর আগে সিআইডি-র চার সদস্যের দল নিলাদ্রির বাঁকুড়ার কানকাটার বাড়িতে গিয়েই জিজ্ঞাসাবাদ করে। সে সময়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তিনিই নন, উত্তর ২৪ পরগনার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়।

Next Article